AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Income Tax Bill: সংসদে পাশ হল নতুন আয়কর বিল, কত কর বাড়ল? কী বলছেন অর্থমন্ত্রী!

Income Tax Act 2025: ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই আয়কর আইন। কিন্তু নতুন আয়কর আইনে কী কী বদল হল? কর কি বাড়ল?

New Income Tax Bill: সংসদে পাশ হল নতুন আয়কর বিল, কত কর বাড়ল? কী বলছেন অর্থমন্ত্রী!
Image Credit: PTI
| Updated on: Aug 13, 2025 | 2:30 PM
Share

১২ অগস্ট ২০২৫, ৬০ দশকের বেশি পুরনো আয়কর বিলকে চিরতরে বিদায় জানিয়ে নতুন আয়কর বিল পাশ করল ভারতের সংসদ। ১৯৬১ সালের আয়কর আইন এখনও কার্যকরী হলেও আগামী বছরের অর্থাৎ, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই আয়কর আইন। কিন্তু নতুন আয়কর আইনে কী কী বদল হল? কর কি বাড়ল? এই ধরনের প্রশ্ন রয়েছে করদাতাদের মনে।

রাজ্যসভায় এই বিল পাশ করার সময় দেওয়া ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট ভাষায় বলেন, নতুন এই বিলে কোনও নতুন কর চালু করা হচ্ছে না। বা আয়করের নতুন কোনও স্ল্যাবও আসছে না। তাহলে নতুন এই আয়কর আইন পুরনো আইনের থেকে কোথায় আলাদা?

এখানেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন এই আইনে ভাষা সরলীকরণ করা হয়েছে। জটিল আয়কর আইন সাধারণ মানুষের যাতে সহজে বোধগম্য হয়, সেই কারণেই মাত্র ৬ মাসের মধ্যে এই আইনে বদল নিয়ে আসা হয়েছে। পুরনো আইনের ৮১৯টি সেকশন কমিয়ে নতুন আইনে ৫৩৬টি সেকশন করা হয়েছে। কমেছে আইনের চ্যাপ্টারের সংখ্যাও। ৫ লক্ষ ১২ হাজার শব্দের পুরনো আইনের বদলে এসেছে ২ লক্ষ ৬০ হাজার শব্দের নতুন আয়কর আইন। বড় বড় প্যারার বদলে নতুন আইনে ৩৯টি টেবল ও ৪০টি নতুন সূত্র যুক্ত হয়েছে। যা এই আইনের ভার অনেকাংশে লাঘব করেছে।

২০২৫ সালের আয়কর আইন ছাড়াও এ দিন ধ্বনি ভোটে ২০২৫ সালের কর আইন (সংশোধনী)-ও পাশ হয়। নতুন এই আইনের অধীনে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে কিছু প্রত্যক্ষ করের উপর বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।