Income Tax Rules: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম, এই বিষয়গুলি না জানলে সমস্যায় পড়বেন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 28, 2023 | 7:25 AM

Income Tax Rules: আগামী ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম। এই নিয়মগুলি না জানা থাকলে, আয়কর জমা দেওয়ার সময় বিপাকে পড়তে পারেন আপনি।

Income Tax Rules: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম, এই বিষয়গুলি না জানলে সমস্যায় পড়বেন...
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: হাতে আর মাত্র তিনটে দিন। আগামী ৩১ মার্চের মধ্যেই জমা দিতে হবে আয়কর। দেশের একটা বড় অংশের মানুষই আয়কর সীমার মধ্যে পড়েন। যদি আপনিও এই আয়করের সীমার মধ্যে পড়েন, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ আগামী ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম। এই নিয়মগুলি না জানা থাকলে, আয়কর জমা দেওয়ার সময় বিপাকে পড়তে পারেন আপনি। আগামী ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম। নতুন আয়করের নিয়মে করছাড়ের সীমাও বদলে গিয়েছে।

আয়করের নিয়মে কী কী পরিবর্তন আসছে?

  • ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়করের নিয়ম। এই নিয়মের অধীনে ৭ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করছাড় মিলবে। আগে এই করছাড়ের উর্ধ্বসীমা ছিল ৫ লক্ষ টাকা। অর্থাৎ যে ব্যক্তির বার্ষিক আয় ৭ লক্ষ টাকা, তাঁকে আয়কর দিতে হবে না।
  • পুরনো আয়করের নিয়মে আগে কর্মীরা ৫০ হাজার টাকা অবধি আয়করে ছাড় পেতেন। নতুন আয়কর নিয়মে অবসরপ্রাপ্ত কর্মীদের সাড়ে ১৫ লক্ষ টাকা বা তার বেশি উপার্জনের উপরে ৫২ হাজার ৫০০ টাকা অবধি ছাড় পাবেন।
  • বেসরকারি কর্মীদের ক্ষেত্রে লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে সীমা ছিল ৩ লক্ষ টাকা। এবার সেই আর্থিক সীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
  • ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে শর্ট টার্ম ক্য়াপিটাল গেইনের অধীনে কর নেওয়া হবে।
  • এলআইসির বার্ষিক প্রিমিয়াম যদি ৫ লক্ষ টাকা হয়, তবে নতুন অর্থবর্ষ থেকে তা থেকে উপার্জন আয়করের অধীনে আসবে।
  • সিনিয়র সিটিজেন স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

    নতুন আয়কর সীমা-

    ৩ লক্ষ টাকা অবধি উপার্জনের উপরে কোনও আয়কর দিতে হবে না।

    ৩ থেকে ৬ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ অবধি আয়কর দিতে হবে।

    ৬ থেকে ৯ লক্ষ টাকা অবধি আয়ের উপরে ১০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।

    ৯ থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়ের উপরে ১৫ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।

    ১২ থেকে ১৫ লক্ষ টাকা অবধি বার্ষিক উপার্জনের উপরে ২০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।

    ১৫ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।

Next Article