নয়া দিল্লি: হাতে আর মাত্র তিনটে দিন। আগামী ৩১ মার্চের মধ্যেই জমা দিতে হবে আয়কর। দেশের একটা বড় অংশের মানুষই আয়কর সীমার মধ্যে পড়েন। যদি আপনিও এই আয়করের সীমার মধ্যে পড়েন, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ আগামী ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর জমা দেওয়ার নিয়ম। এই নিয়মগুলি না জানা থাকলে, আয়কর জমা দেওয়ার সময় বিপাকে পড়তে পারেন আপনি। আগামী ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম। নতুন আয়করের নিয়মে করছাড়ের সীমাও বদলে গিয়েছে।
৩ লক্ষ টাকা অবধি উপার্জনের উপরে কোনও আয়কর দিতে হবে না।
৩ থেকে ৬ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ অবধি আয়কর দিতে হবে।
৬ থেকে ৯ লক্ষ টাকা অবধি আয়ের উপরে ১০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।
৯ থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়ের উপরে ১৫ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।
১২ থেকে ১৫ লক্ষ টাকা অবধি বার্ষিক উপার্জনের উপরে ২০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।
১৫ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে আয়কর জমা দিতে হবে।