AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: করদাতাদের জন্য দারুণ সুবিধা, এবার পোর্টালে যুক্ত হল ৩১ ব্যাঙ্ক!

Income Tax: নতুন তালিকায় রয়েছে মোট ৩১টি ব্যাঙ্ক। যা করদাতাদের কর জমা করতে অনেক বেশি সুবিধা দেবে।

Income Tax: করদাতাদের জন্য দারুণ সুবিধা, এবার পোর্টালে যুক্ত হল ৩১ ব্যাঙ্ক!
Image Credit: Getty Images
| Updated on: Jul 15, 2025 | 4:17 PM
Share

আয়কর রিটার্ন ফাইল করেছেন? আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। যদিও এই সময়সীমা বাড়িয়েছে আয়কর বিভাগ। এর ফলে কারও দেরি হলেও, ১৫ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলেই হল। আর এতে অনেকেই আরও একটু বেশি সময়ও পাবেন।

কিন্তু এই বছর আয়কর পোর্টালে একটা পরিবর্তন হয়েছে। আয়কর বিভাগের পোর্টালে ই-ফাইলিং অপশনে ‘ই-পে ট্যাক্স’ পরিষেবার ব্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন এই তালিকায় রয়েছে মোট ৩১টি ব্যাঙ্ক। যা করদাতাদের কর জমা করতে অনেক বেশি সুবিধা দেবে।

এই সুবিধা এসে যাওয়ায় করদাতারা পোর্টালে লগইন করে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে এই তালিকার মধ্যে থাকা ব্যাঙ্ক থেকে সহজেই কর জমা করতে পারবেন। মূলত ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসাবে কর পরিশোধের এই ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তুলতে চাইছে সরকার।

কোন কোন ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়?

  1. অ্যাক্সিস ব্যাঙ্ক
  2. বন্ধন ব্যাঙ্ক
  3. ব্যাঙ্ক অব বরোদা
  4. ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  5. ব্যাঙ্ক অব মহারাষ্ট্র
  6. কানাড়া ব্যাঙ্ক
  7. সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  8. সিটি ইউনিয়ন ব্যাঙ্ক
  9. ডিসিবি ব্যাঙ্ক
  10. ফেডারেল ব্যাঙ্ক
  11. এইচডিএফসি ব্যাঙ্ক
  12. আইসিআইসিআই ব্যাঙ্ক
  13. আইডিবিআই ব্যাঙ্ক
  14. ইন্ডিয়ান ব্যাঙ্ক
  15. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
  16. ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
  17. জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক
  18. কারুর বৈশ্য ব্যাঙ্ক
  19. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
  20. কর্নাটক ব্যাঙ্ক
  21. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  22. পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
  23. আরবিএল ব্যাঙ্ক
  24. স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  25. সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক
  26. ইউকো ব্যাঙ্ক
  27. ইউনিয়ন ব্যাঙ্ক
  28. ধনলক্ষ্মী ব্যাঙ্ক
  29. আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক
  30. তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাঙ্ক
  31. ইয়েস ব্যাঙ্ক