Forex reserves: বিদেশি মুদ্রা ভান্ডার বাড়ল ৬৪১ বিলিয়ন ডলার

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 23, 2021 | 5:29 PM

Forex reserves: আরবিআইয়ের শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান মতে, ১৫ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডারের এই বৃদ্ধি পাওয়া মূলত ফরেন কারেন্সি অর্থাৎ এফসিএ (Foreign Currency Assets) বাড়ার কারণে হয়েছে, যা মূল মুদ্রা ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Forex reserves: বিদেশি মুদ্রা ভান্ডার বাড়ল ৬৪১ বিলিয়ন ডলার

Follow Us

মুম্বই: দেশের বিদেশি মুদ্রা ভান্ডার (Foreign Exchange Reserves/Forex Reserves) ১৫ অক্টোবর ২০২১ শেষ হওয়া সপ্তাহে ১.৪৯২ বিলিয়ন ডলার বেড়ে ৬৪১ ডলার হয়ে গিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের শুক্রবারদিন প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ৮ অক্টোবর ২০২১ শেষ হওয়া সপ্তাহে ২.০৩৯ বিলিয়ন ডলার বেড়ে বিদেশি মুদ্রা ভান্ডার ৬৩৯.৫১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। অন্যদিকে ১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডার ১.১৬৯ বিলিয়ন ডলার কমে ৬৩৭.৪৭৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল। তারও আগে ২৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশীয় বিদেশি মুদ্রা ভান্ডার ৯৯.৭ কোটি ডলার কমে ৬৩৮.৬৪৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

৯৫ কোটি ডলার বেড়েছে এইসিএ

আরবিআইয়ের শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান মতে, ১৫ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডারের এই বৃদ্ধি পাওয়া মূলত ফরেন কারেন্সি অর্থাৎ এফসিএ (Foreign Currency Assets) বাড়ার কারণে হয়েছে, যা মূল মুদ্রা ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, রিপোর্টিং সপ্তাহে ভারতের এফসিএ ৯৫ কোটি ডলার বেড়ে ৫৭৭.৯৫১ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। ডলারে প্রকাশিত এফসিএ-র মধ্যে বিদেশি মুদ্রা ভান্ডারে রাখা ইউরো, পাউন্ড আর ইয়েনের মতো বিদেশি মুদ্রার দাম বাড়া বা কমার প্রভাবও শামিল রয়েছে।

গোল্ড রিজার্ভে ৫৫.৭ কোটি ডলার বৃদ্ধি

এছাড়াও রিপোর্টিং সপ্তাহে গোল্ড রিজার্ভ ৫৫.৭ কোটি ডলার বেড়ে ৩৮.৫৭৯ বিলিয়ন জলার হয়ে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF) -এ দেশের এসডিআর অর্থাৎ স্পেশাল ড্রইং রাইটস (Special Drawing Rights) ২.১ কোটি ডলার কমে ১৯.২৪৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। আইএমএফে দেশের সংরক্ষিত বিদেশি মুদ্রা ভান্ডার ৬০ লাখ বিলিয়ন ডলার বেড়ে ৫.২৩১ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ১৪ বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম, এক ঝটকায় হল দ্বিগুন

Next Article