AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Made Smartphones in US: আমেরিকায় স্মার্টফোন সরবরাহে চিনকে ধাক্কা মেরে ১ নম্বরে ভারত, বলছে রিপোর্ট

India beats China: গত বছর এই সময় আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের ৬১ শতাংশ বাজার ছিল চিনের দখলে। আর ১ বছরে মধ্যেই এই উলটপুরাণ দেখল জিংপিংয়ের দেশ।

India Made Smartphones in US: আমেরিকায় স্মার্টফোন সরবরাহে চিনকে ধাক্কা মেরে ১ নম্বরে ভারত, বলছে রিপোর্ট
Image Credit: Tim Robberts/DigitalVision/Getty Images
| Updated on: Jul 30, 2025 | 1:43 PM
Share

বিশ্ব বাণিজ্যে চিনকে ধাক্কা ভারতের। আর সেই ধাক্কার চোটে আমেরিকায় স্মার্টফোন সরবরাহকারীর তালিকায় ২ নম্বরে নেমে গিয়েছে চিন। গত বছর এই সময় আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের ৬১ শতাংশ বাজার ছিল চিনের দখলে। আর ১ বছরে মধ্যেই এই উলটপুরাণ দেখল জিংপিংয়ের দেশ।

টেকনোলজি মার্কেট অ্যানালিস্ট ফার্ম ক্যানালিসের (যা বর্তমানে ওমডিয়ার অংশ) রিপোর্ট বলছে গত ১ বছরে ভারত থেকে আমেরিকায় স্মার্ট ফোন সরবরাহ বেড়েছে প্রায় ২৪০ শতাংশ। বর্তমানে আমেরিকান আমদানিকৃত স্মার্টফোনের প্রায় ৪৪ শতাংশ রফতানি করে ভারত। ১ বছর আগে এই পরিমাণ ছিল মাত্র ১৩ শতাংশ।

ক্যানালিস আরও জানাচ্ছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আইফোনের আমদানি কমেছে আমেরিকায়। প্রায় ১১ শতাংশ কমে আইফোনের আমদানি দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ইউনিটে। এ ছাড়া সে দেশে আমদানি বেড়েছে স্যামসাংয়ের। তাদের আমদানি ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ইউনিটে।

কিন্তু কোন যাদুবলে চিনকে টেক্কা দিল ভারত? ক্যানালিসের প্রধান বিশ্লেষন সান্যম চৌরাসিয়া বলেন, চিন ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে দ্বন্দ্বে কারণে চিন থেকে স্মার্টফোনের রফতানি কমিয়েছে অ্যাপেল। পরিবর্তে তারা ভারতের প্ল্যান্ট থেকে রফতানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, স্যামসাংও তাদের বেশিরভাগ ফোন রফতানি করে ভারত থেকে। আর আমেরিকায় তাদের রফতানিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আর সেই কারণেই আমেরিকায় স্মার্টফোন সরবরাহের জায়গায় চিনকে টেক্কা দিয়েছে ভারত।