নয়া দিল্লি: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। ২০৭৫ সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে (US) ছাপিয়ে যাবে ভারত (India)। এমনই ভবিষ্যদ্বাণী করেছে খোদ মার্কিন সংস্থা গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, জাপান, জার্মানিও থাকবে ভারতের পিছনে। গোল্ডম্যান স্যাকস-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের অর্থনীতি হবে ৫২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, চিনের (জিডিপি ৫৭ ট্রিলিয়ন মার্কিন ডলার) পরই দ্বিতীয় স্থানে আসবে ভারত।
গোল্ডম্যান স্যাকস-এর মতে, ভারতের জনসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ হলে এবং জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ হয়ে উঠলে, এর জিডিপি অর্থনীতি প্রসারে বিশেষ প্রভাব ফেলবে। গোল্ডম্যান স্যাকস-এর ভারতীয় অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্তের মতে, “ভারতের বিপুল জনসংখ্যা ও তার ফলে সৃষ্টি শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তি, বিশাল বিনিয়োগ ভারতের অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে। আগামী দুই দশকের মধ্যে, ভারতের নির্ভরশীলতার অনুপাত আঞ্চলিক অর্থনীতির মধ্যে সবচেয়ে কম হবে।” তিনি আরও বলেন, ভারতের মাথাপিছু আয় বাড়ছে এবং নির্ভরতা কমছে। এর ফলে মূলধন তৈরি হবে। যা বিনিয়োগ করতে উৎসাহিত করবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
As per @GoldmanSachs analysis, India ?? could become a $52.5 trillion economy??, 2nd largest in the world ? over the next 5 decades.
Read more herehttps://t.co/rgE4UqJd93#economy pic.twitter.com/V9oEEWdULs
— Kuvera (@Kuvera_In) July 11, 2023
বর্তমানে ভারতে শিশু ও বয়স্কদের সঙ্গে কর্মক্ষম ব্যক্তির আনুপাতিক হার খুব ভাল জায়গায় রয়েছে বলেও উল্লেখ করেন শান্তনু সেনগুপ্ত। এছাড়া বিনিয়োগের হার তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে, বিশেষত পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের হার যথেষ্ট ভাল বলেও গোল্ডম্যান স্যাকস-এর রিপোর্টে উল্লিখিত।