India-Pakistan News: ভারতকে চাপে ফেলতে গিয়ে কোটি কোটি টাকা ক্ষতি পাকিস্তানেরই!
Pakistan Loss: ভারতের ক্ষতি করতে চেয়েছিল পাকিস্তান। আর এবার কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে শাহবাজ শরিফের দেশ।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল ভারত। আর তারপরই এর শোধ তুলতে মাঠে নামে পাকিস্তান। আর এর ফলেই এবার কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে শাহবাজ শরিফের দেশ। তারা ভারতীয় যাত্রীবাহি বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় ২৪ এপ্রিল থেকে।
পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদন বলছে, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক আইনসভার নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানিয়েছে ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ‘ওভারফ্লাইং রেভেনিউ’ হিসাবে তারা প্রায় ১২৭ কোটির রাজস্ব হারিয়েছে। কী এই ‘ওভারফ্লাইং রেভেনিউ’? একটি দেশের বিমান অন্য দেশের আকাশপথ ব্যবহার করলে এই ‘ওভারফ্লাইং রেভেনিউ’ দিতে হয়। আর পাকিস্তানের মতো অর্থনৈতিক সঙ্কটে ভোগা দেশের কাছে এই পরিমাণ অর্থ যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, তা আর নতুন করে বলে দেওয়ার নয়।
যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই বিষয়টিকে অর্থনৈতিক লোকসান হিসাবে না দেখে কম রাজস্ব আদায় হিসাবে দেখানো উচিত। উল্লেখ্য, ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পরও নিজেদের আকাশসীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সেই বার, সব মিলিয়ে প্রায় ২৩৫ কোটি ক্ষতির মুখ দেখেছিল জঙ্গিদের পালক দেশ। আর এবার এই ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের বিভিন্ন মহল।
