India-Pakistan Trade: কৃষি থেকে ওষুধ, প্রাণে বাঁচতে Pakistan-এর ভরসা সেই ভারতই!
India-Pakistan: এই পরিসংখ্যান অবশ্যই বলছে বাস্তবের ভিন্নতার কথা। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলেও পাকিস্তান যে ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল, তা বোঝা যাচ্ছে।

সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক সমস্যা বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি! সব কিছুর পরও এখনও ভারতেরই মুখাপেক্ষী হয়ে রয়েছে শাহবাজ শরিফের দেশ। সম্প্রতি পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেও কিছু বাণিজ্য সম্পর্ক এখনও রয়ে গিয়েছে।
তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে ২২০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি পণ্য আমদানি করেছে পাকিস্তান। যা গত অর্থবর্ষের ২০৬ মিলিয়ন ডলারের থেকেও বেশ খানিকটা বেশি। যদিও পাকিস্তান থেকে আমদানির অঙ্কটা এখনও সেই ১.৪৩ মিলিয়ন ডলারেই আটকে রয়েছে।
এই পরিসংখ্যান অবশ্যই বলছে বাস্তবের ভিন্নতার কথা। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলেও পাকিস্তান যে ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল, তা বোঝা যায় এখানেই। বিশেষত পাকিস্তানের শিল্প ও কৃষি খাতের একটা অংশ ভারতের উপর নির্ভরশীল। এ ছাড়াও ভারতীয় ওষুধের উপর নির্ভর করে রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ।
কিন্তু সংবাদমাধ্যমে এত তর্জন-গর্জন, কিন্তু বাস্তবে পাকিস্তানের এমন অবস্থা কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে আমদানি করা সহজ। ফলে, আমদানির খরচ কম। এ ছাড়াও ভারতীয় পণ্য উৎপাদনের দিক থেকে অনেক সাশ্রয়ী। সেই কারণেই ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল পাকিস্তান। এ ছাড়াও ভারতীয় ওষুধ, যা মানের দিক থেকে গোটা বিশ্বে সমাদৃত ও দামে অন্য দেশের ওষুধের তুলনায় অনেকগুণ কম। সেই ওষুধের দিকে তাকিয়ে পাকিস্তান।
এই মুহূর্তে ভারত-পাকিস্তানের বাণিজ্য একতরফা, এটা স্পষ্ট। এই পরিস্থিতি পাকিস্তানের অর্থনীতির দুর্বলতাকেই আরও প্রকট করে।
