FAA IASA Category: বিমান পরিষেবায় ‘ক্যাটেগরি-১’ মর্যাদা ধরে রাখল  ভারত, বাণিজ্যক্ষেত্রে এটি কীভাবে সহায়ক হবে?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 16, 2023 | 12:07 AM

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সুরক্ষা মানগুলি মেনে চলছে কি না, তা স্পষ্ট হয় এই ক্যাটেগরি নির্ধারণ তকমায়।

FAA IASA Category: বিমান পরিষেবায় ক্যাটেগরি-১ মর্যাদা ধরে রাখল  ভারত, বাণিজ্যক্ষেত্রে এটি কীভাবে সহায়ক হবে?
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভারতের বিমান চলাচল নিরাপত্তা ‘ক্যাটেগরি ১’ তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে। ইউএস অ্যাভিয়েশন সেফটি রেগুলেটর, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA), 2022 সালের মূল্যায়নের ভিত্তিতে ভারতের বিমান চলাচল নিরাপত্তা পুনরায় ‘ক্যাটাগরি ১’ তকমা পেয়েছে। মূলত যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার ভিত্তিতেই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন প্রতি বছর ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (IASA) প্রোগ্রাম পরিচালনা করে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এই রিপোর্টের ভিত্তিতে দেশের বিমান চলাচল নিরাপত্তা মান নির্ধারণ করা হয়। ফলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সুরক্ষা মানগুলি মেনে চলছে কি না, তা স্পষ্ট হয় এই ক্যাটেগরি নির্ধারণ তকমায়।

পুনরায় ‘ক্যাটেগরি ১’ ভারতের জন্য কতটা উপকারী হবে?

FAA ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) কে বলেছে যে, ভারত শিকাগো কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে বিমান চলাচল নিরাপত্তা পরিদর্শনের আন্তর্জাতিক মান পূরণ করে। তাই FAA IASA ক্যাটেগরি-১ স্ট্যাটাস বজায় রেখেছে। এই বিভাগটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিমান চলাচলের বাজার হিসাবে ভারতের খ্যাতি নিশ্চিত করে৷ এটি ভারতীয় বিমান সংস্থাগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনা করতে এবং আমেরিকান এয়ারলাইন্স সংস্থাগুলির সঙ্গে অংশিদারিত্ব করতে সাহায্য করে। ফলে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারে।

Next Article