AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-UK Agreement: ৯৯% রপ্তানি শুল্কমুক্ত! ঐতিহাসিক চুক্তি সই করলেন ভারত-ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

India-UK Agreement: এই চুক্তির ফলে ভারতের প্রায় ৯৯% রপ্তানি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ইংল্যান্ডে। যা ফলে ব্যবসা বাড়তে পারে প্রায় ২৩ বিলিয়ন ডলার অবধি বলেই আশা। বিশেষ করে শ্রমনির্ভর শিল্পগুলির জন্য নতুন পথ খুলে যাবে বলেই আশা।

India-UK Agreement: ৯৯% রপ্তানি শুল্কমুক্ত! ঐতিহাসিক চুক্তি সই করলেন ভারত-ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
Image Credit: PTI
| Updated on: Jul 24, 2025 | 6:53 PM
Share

এবার ইংল্যান্ডে ব্যবসা করা হবে আরও সহজ। সম্পন্ন হল ভারত-যুক্তরাজ্য বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA) স্বাক্ষর। যার পরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমারের গলায় শোনা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ভূয়সী প্রশংসা।

এই চুক্তির ফলে ভারতের প্রায় ৯৯% রপ্তানি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ইংল্যান্ডে। যা ফলে ব্যবসা বাড়তে পারে প্রায় ২৩ বিলিয়ন ডলার অবধি বলেই আশা। বিশেষ করে শ্রমনির্ভর শিল্পগুলির জন্য নতুন পথ খুলে যাবে বলেই আশা।

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার এই চুক্তি শেষে বলেন, “এটি এখনও অবধি ভারত-ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বাণিজ্যচুক্তি। ভারতের প্রধানমন্ত্রীকে এই চুক্তি সই করার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাঁর নেতৃত্বেই সম্পন্ন হয়েছে এই চুক্তি। আরও যারা এই চুক্তিকে বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন তাঁদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নিজের এক্স মাধ্যমে পোস্ট করে জানান, শিল্পী, তাঁতি এবং দিনমজুর যারা এমএসএমই খাতে কাজ করেন—বিশেষ করে টেক্সটাইল, চামড়া, জুতো, রত্ন ও গয়না, খেলনা এবং সামুদ্রিক পণ্যে, তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

গ্রামের তাঁতঘর থেকে প্রযুক্তি গবেষণাগার পর্যন্ত, এই চুক্তি নারীদের জন্য এক ঐতিহাসিক অগ্রগতির পথ তৈৃ করবে। প্রায় ৯৫% কৃষিজ পণ্যের রপ্তানি হবে শুল্কমুক্ত। ৯৯% সামুদ্রিক পণ্যে শূন্য শুল্ক থাকায় মাছধরার সঙ্গে যুক্ত মানুষদের আয়ও বৃদ্ধি পাবে।

এছাড়াও, প্রযুক্তিনির্ভর শিল্প যেমন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্মা, কেমিক্যালস, ফুড প্রসেসিং ও প্লাস্টিকস খাতে বড় প্রভাব ফেলবে এই চুক্তি। ভারতীয় ভোক্তারাও উচ্চ মানের পণ্য প্রতিযোগিতামূলক দামে পাওয়ার সুযোগ পাবেন।

এই চুক্তির আওতায় যুক্তরাজ্যে তিন বছরের জন্য সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন থেকে অব্যাহতি পাবেনভারতীয় কর্মী ও নিয়োগকর্তারা। শেফ, যোগ ব্যয়াম শিক্ষক, সঙ্গীতশিল্পী ও ব্যবসায়িক ভিজিটররাও উপকৃত হবেন।

ওয়াকিবহাল মহলের একাংশের দাবি এই চুক্তি ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের পক্ষে বড় জয়। যা সমাজের ক্ষমতায়নে এবং ভারতের কৌশলগত শক্তি বৃদ্ধিতে বড় প্রভাব ফেলবে।