দেশের সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)। সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্ক নিজেদের স্থায়ী আমানতে (Fixed Deposits) সুদের হার বৃদ্ধি করেছে। যেমন ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক সপ্তাহের ব্যবধানে দু’বার সুদের হার বৃদ্ধি করেছে। এবার সে পথেই হাঁটল ইন্ডিয়ান ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক ২ কোটি টাকার নীচে আমানতে ৯০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে। আর ২ কোটি থেকে ৫ কোটি টাকার আমানতে সুদের হার বেড়েছে ৮৫ বেসিস পয়েন্ট পর্যন্ত।
আর ২ কোটি টাকার নীচে ১ বছর থেকে ৫ বছর মেয়াদের আমানতের ক্ষেত্রেই এই সুদের হারে পরিবর্তন করা হয়েছে। যেখানে ২ কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে ৯ মাস থেকে ৩ মাস মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার বাড়ছে।
২ কোটি টাকার নীচে বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাঙ্কের বর্তমান সুদের হার :
৭ দিন থেকে ১৪ দিনের জন্য: ২.৮০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিনের জন্য : ২.৮০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিনের জন্য: ৩ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য: ৩.২৫ শতাংশ
৯১ দিন থেকে ১২০ দিনের জন্য: ৩.৫০ শতাংশ
১২১ দিন থেকে ১৮০ দিনের জন্য: ৩.৮৫ শতাংশ
১৮১ দিন থেকে ৯ মাসের কম সময়ের জন্য: ৪.৫০ শতাংশ
৯ মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য: ৪.৭৫ শতাংশ
১ বছরের জন্য: ৬.১০ শতাংশ
১ বছরের থেকে বেশি থেকে ২ বছরের কম সময়ের জন্য: ৬.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য: ৬.৫০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের জন্য: ৬.৪০ শতাংশ
৫ বছরের জন্য: ৬.৪০ শতাংশ
৫ বছরের বেশি সময়ের জন্য: ৬.৩০ শতাংশ