দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার আওতায় সুবিধাভোগী কৃষকদের অ্য়াকাউন্টে প্রতি বছর সরাসরি ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে।
এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে মোট ১২ টি কিস্তি দেওয়া হয়েছে সুবিধাভোগীদের। শেষ কিস্তিতে মোট ৮ কোটির বেশি কৃষকের হাতে ১৬ হাজার কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এখন পালা ১৩ তম কিস্তির। খুব শীঘ্রই ১৩ তম কিস্তির ২ হাজার টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্কের অ্য়াকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এখনও অনেকেই এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
এবার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজতর করেছে কেন্দ্রীয় সরকার। এখন কৃষকরা চাইলে ঘরে বসেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২ হাজার টাকা পেতে পারেন। কীভাবে করবেন রেজিস্ট্রেশন জেনে নিন।
মোবাইলে পিএম কিষাণ মোবাইল অ্য়াপ ডাউনলোড করতে হবে। এই মোবাইল অ্যাপটি ইংরেজি, হিন্দি, গুজরাটি, মালায়লাম, মারাঠি, তামিল, খাসি ও গাড়ো ভাষায় ডিজাইন করা হয়েছে। তারপর নিজের ভাষা নির্বাচন করুন। এখন অ্যাপটিতে New Farmer Registration বা New Farmers Registration অপশনে যান । সেখানে আপনার আধার কার্ডের নম্বর লিখুন। এরপর একটি আবেদনপত্র আসবে। তা পূরণ করে জমা দিতে হবে কৃষকদের।
পিএম কিষাণ যোজনায় আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর, ঠিকানার শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, জমির কাগজপত্র আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ইত্যাদি আপলোড করতে হবে।
এদিকে মনে রাখতে হবে যেসব কৃষকরা ২ হেক্টর বা তার কম জমির মালিক তাঁরা এই পিএম কিষাণ যোজনার জন্য যোগ্য হবেন। এদিকে এই যোজনায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বা কিস্তির টাকা পেতে কোনও কৃষক অসুবিধার সম্মুখীন হলে তাঁরা হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। 155261 বা 1800115526 বা 011-23381092 নম্বরে কল করে নিজের সমস্যার কথা বলতে পারেন বা pmkisan-ict@gov.in-এ মেল করতে পারেন।