AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy: ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য, রেডার ফাঁকি দিতে রণতরী তৈরি করছে ভারত!

Navy Warships: শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতে সক্ষম বা স্টেলথ বৈশিষ্ট্য যুক্ত রণতরী নির্মাণে ইতিমধ্যেই সাফল্য লাভ করেছে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স। আর এবার তারাই এই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরির দায়িত্ব পেয়েছে। এর আগে তারা ৪টে বিশাখাপত্তনম শ্রেণির ডেস্ট্রয়ার তৈরি করেছিল।

Indian Navy: ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য, রেডার ফাঁকি দিতে রণতরী তৈরি করছে ভারত!
তৈরি হবে ২০০ যুদ্ধজাহাজ!Image Credit: PTI
| Updated on: Nov 20, 2025 | 3:39 PM
Share

ভারতে এবার শুরু হতে চলেছে ‘প্রজেক্ট-১৮’। ভারতীয় নৌবাহিনীর জন্য আগামী প্রজন্মের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স। কেন্দ্র সরকারের লক্ষ্য এই ধরনের যুদ্ধজাহাজ নির্মাণে আত্মনির্ভরতা অর্জন।

শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতে সক্ষম বা স্টেলথ বৈশিষ্ট্য যুক্ত রণতরী নির্মাণে ইতিমধ্যেই সাফল্য লাভ করেছে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স। আর এবার তারাই এই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরির দায়িত্ব পেয়েছে। এর আগে তারা ৪টে বিশাখাপত্তনম শ্রেণির ডেস্ট্রয়ার তৈরি করেছিল। আর গত বছর তার মধ্যে শেষ যুদ্ধজাহাজটি জলে ভেসেছিল। আর এবার তারই আরও উন্নত সংস্করণ তৈরি করবে মাজাগন ডক শিপবিল্ডার্স।

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র মারফত খবর, আগামী ২ বছরের মধ্যে ভারতীয় নৌসেনা চাইছে যাতে অন্তত ২০০টি বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ যেন থাকে তাদের কাছে। এর মধ্যে কোচি, মুম্বই, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় একাধিক যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। এই কর্মসূচির জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা খরচ করছে কেন্দ্র।

এ ছাড়াও আরও ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরির জন্যও। দেশীয় প্রযুক্তিতে অন্তত ৭৪টি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরি হবে। এর মধ্যে রয়েছে ৯টি সাবমেরিন, ৪টি আগামী প্রজন্মের ডেস্ট্রয়ার ও ৭টি মাল্টি-রোল স্টেলথ ফ্রিগেট।