Indian Oil Import, Middle East Tension: ভারতের তেল আমদানিতে কীভাবে প্রভাব পড়ল না মধ্যপ্রাচ্যের উত্তেজনার?
Russian Oil: তথ্য বলছে, জুন মাসে রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লক্ষ ব্যাতেল তেল আমদানি করেছে ভারত। যা নাকি গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ!

মধ্যপ্রাচ্যের সমস্যার সামনে দাঁড়িয়ে একটা সুনিশ্চিত বিকল্প সর্বদাই ভারতের হাতে ছিল। আর তা হল রাশিয়া। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাত শান্ত। কিন্তু আগামীতে কী হবে বা কী হতে চলেছে তা এখন বলা যায় না। আর এই ধরণের পরিস্থিতিতে ভারতের পাশে ছিল রাশিয়া। ফলে, জুন মাসের হিসাব বলছে গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ তেল ভারত আমদানি করেছে পুতিনের দেশ থেকে।
ভারত একটি অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানিকারক দেশ। দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেল ভারত আমদানি করে। আর তথ্য বলছে, জুন মাসে রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লক্ষ ব্যাতেল তেল আমদানি করেছে ভারত।
যদিও, ইউরোপের সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে গত ১১ মাসে ভারত বিশ্ববাজার থেকে তেল আমদানি কমিয়েছে প্রায় ৬ শতাংশ। আর এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে তাদের আমদানি বেড়েছে ৮ শতাংশের বেশি। আর মস্কো থেকে নিয়ে আসা তেলের অর্ধেক গিয়েছে দেশের ৩টি সংস্থার কাছে।
সূত্রের খবর, ভারতের আমদানিকৃত তেলের প্রায় ৪০ শতাংশ আসছে রাশিয়া থেকে। এ ছাড়াও ১৮.৫ শতাংশ আসছে ইরাক থেকে, ১২.১ শতাংশ তেল ভারত আমদানি করছে সৌদি আরব থেকে। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকা থেকেও তেল আমদানি করে ভারত।
