Train cancelled: বড়দিনের মরশুমে দূরপাল্লার ১২ ট্রেন বাতিল, জেনে নিন কোনগুলি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 15, 2023 | 5:01 AM

Train news: বড়দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই খবরটি জানা বিশেষ জরুরি। বড়দিনের মরশুমের ১২টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। পশ্চিম রেলওয়ে রতলাম বিভাগের রতলাম ডাউন ইয়ার্ডে রেললাইনে কাজের জন্যই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

Train cancelled: বড়দিনের মরশুমে দূরপাল্লার ১২ ট্রেন বাতিল, জেনে নিন কোনগুলি

Follow Us

মুম্বই: বড়দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই খবরটি জানা বিশেষ জরুরি। বড়দিনের মরশুমের ১২টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। পশ্চিম রেলওয়ে রতলাম বিভাগের রতলাম ডাউন ইয়ার্ডে রেললাইনে কাজের জন্যই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া অনেক ট্রেনের রুটও ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে ট্রেনের টিকিট বুকিং করার আগে কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা জেনে নিন।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

১) ট্রেন নম্বর 19820 কোটা ভাদোদরা এক্সপ্রেস ১৯ থেকে ২৫ ডিসেম্বর এবং ট্রেন নম্বর 19819 ভাদোদরা কোটা এক্সপ্রেস ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
২) ট্রেন নম্বর 19104 আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বর রতলাম থেকে কোটা এবং কোটা থেকে রতলাম ট্রেন বাতিল করা হয়েছে।
৩) ট্রেন নম্বর 09546 নাগদা রতলাম প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর 09545 রাতলাম নাগদা প্যাসেঞ্জার ২০ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
৪) ট্রেন নম্বর 09358 রতলাম দাহোদ প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর 09357 দাহোদ থেকে রতলামগামী ট্রেন বাতিল থাকবে।
৫) ট্রেন নম্বর 20936 এবং 20935 ইন্দোর থেকে গান্ধীধাম এবং গান্ধীধাম থেকে ইন্দোর পর্যন্ত সুপারফাস্ট এক্সপ্রেস ২৪ এবং ২৫ ডিসেম্বর বাতিল থাকবে।
৬) ইন্দোর থেকে চলা ট্রেন নম্বর 19320 ইন্দোর বেররাবাল এক্সপ্রেস ১৯ ডিসেম্বর বাতিল করা হয়েছে।
৭) বেরাবল থেকে 19319 নম্বর ট্রেনটি ২০ ডিসেম্বর বাতিল করা হয়েছে।
৮) ট্রেন নম্বর 19340 ভোপাল দাহোদ এক্সপ্রেস নাগদা পর্যন্ত চলবে এবং ১৯ থেকে ২৫ ডিসেম্বর নাগদা এবং দাহোদের মধ্যে বাতিল থাকবে।
৯) ২০ থেকে ২৫ ডিসেম্বর দাহোদ থেকে 19339 নম্বর ট্রেনটি নাগদা থেকে চলবে এবং দাহোদ এবং নাগদার মধ্যে বাতিল থাকবে।

এসব ট্রেনের রুট বদল

১) ট্রেন নং 19667 উদয়পুর সিটি মহীশূর সাপ্তাহিক এক্সপ্রেস ১৮ ডিসেম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে। উদয়পুর থেকে চলা ট্রেনটি হিম্মতনগর-আসারওয়া-আহমেদাবাদ-ভাদোদরা হয়ে যাবে।
২) উদয়পুর সিটি মাইসুরু উইকলি এক্সপ্রেসের ডাউন ট্রেন নম্বর 19668 ভাদোদরা-আহমেদাবাদ-আসারভা-হিম্মতনগর হয়ে চলবে।
৩) উদয়পুর সিটি বান্দ্রা টার্মিনাস ট্রাই উইকলি এক্সপ্রেস ট্রেন 22901 বান্দ্রা টার্মিনাস থেকে ১৯, ২১ এবং ২৩ ডিসেম্বর আহমেদাবাদ-উসাখওয়া-হিম্মতনগর হয়ে ভাদোদরা পৌঁছবে।
৪) যেখানে ২০, ২২ এবং ২৪ ডিসেম্বর, উদয়পুর সিটি বান্দ্রা টার্মিনাস ট্রাই উইকলি এক্সপ্রেস ডাউন ট্রেন নম্বর 22902 উদয়পুর সিটি-হিম্মতনগর-আসারওয়া-আহমেদাবাদ হয়ে চলবে।
৫) আজমের-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস ট্রাই উইকলি ডাউন ট্রেন নম্বর 12995 এর রুটে ১৯, ২১ এবং ২৩ ডিসেম্বর রুট পরিবর্তন করা হয়েছে। এখন এই ট্রেন আজমের হয়ে ভাদোদরা পৌঁছবে।
৬) ২১ ডিসেম্বর যশবন্ত থেকে জয়পুরগামী ট্রেন নম্বর 82653 এর রুটটিও রুট বদল করা হয়েছে। ভাদোদরা-আহমেদাবাদ-পালনপুর-আজমের হয়ে এই ট্রেনটি চলবে।
৭) ২৩ ডিসেম্বর, ট্রেন নম্বর 82654 জয়পুর এবং জয়পুর থেকে চলা যশবন্ত সাপ্তাহিক এক্সপ্রেস আজমের-পানালপুর-আহমেদাবাদ-ভাদোদরা হয়ে চলবে।

Next Article