নয়া দিল্লি: সুখের দিন শেষ হল। এবার ইনফোসিসের কর্মীদের অফিসে যেতে হবে। এমনটাই জানানো হল সংস্থার মানব সম্পদ বিভাগের তরফে। ইনফোসিস সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে আসতে হবে। লকডাউন উঠে যাওয়ার পর দীর্ঘদিন আগেই কর্মীদের অফিসে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ কর্মীই সেই নির্দেশ মানেনি। এবার ইনফোসিসের ম্যানেজমেন্টের তরফে কড়া নির্দেশ দেওয়া হল কর্মীদের অফিসে ফিরতে।
ইনফোসিসের কর্মীদের উদ্দেশে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে কমপক্ষে ৩ দিন অফিসে আসতে হবে। শীঘ্রই এই নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হবে। শারীরিক অসুস্থতা ছাড়া সমস্ত কর্মীদের এই নিয়ম মানতে হবে।
উল্লেখ্য়, সম্প্রতিই টিসিএসের তরফেও কর্মীদের অফিসে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন আগে থেকেই কগনিজেন্ট সহ অন্যান্য তথ্য প্রযুক্তি সংস্থাগুলি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোমে’ ইতি টেনেছিল। এবার সেই পথে হাঁটল ইনফোসিসও।
সূত্রের খবর, সম্প্রতিই ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, সংস্থার ডেলিভারি ইউনিটগুলি করোনাকাল থেকে অব্যবহৃত হয়ে পড়ে আছে। সেই কারণেই কর্মীদের অফিসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত। কী কী শারীরিক অসুস্থতার কারণে অফিসে আসা থেকে ছাড় দেওয়া হবে, তা মানব সম্পদ বিভাগ ও ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।
অফিসে আসার পাশাপাশি ইনফোসিসের কর্মীদের বাসের চার্জ নিয়েও ঘোষণা করা হয়। দৈনিক ১৫০ টাকা সার্ভিস ফি দিতে হবে। মাসিক ১৫০০ টাকা ফি লাগবে। আগামী ৩ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। একইভাবে হেলথ ক্লাবের জন্য দৈনিক ১০০ টাকা সার্ভিস ফি দিতে হবে। মাসিক ফি লাগবে ৭০০ টাকা। ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
প্রসঙ্গত, সম্প্রতিই ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছিলেন, যুব প্রজন্মের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা উচিত। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়।