নয়া দিল্লি: দেখতে দেখতেই এসে গেল দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ে গিয়েছে, উৎসবে মেতে সবাই। এরই মাঝে দারুণ সুখবর দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় রেলওয়ের কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতে উপকৃত হবেন রেলের ১১ লক্ষেরও বেশি কর্মী। এই বোনাস কর্মীদের ৭৮ দিনের বেতনের সমান। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেট এই সিদ্ধান্তে সম্মতি জানায়।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস ঘোষণা করা হচ্ছে। ট্রাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান সহ রেলের সমস্ত নন-গেজেটেড কর্মীরা এই বোনাস পাবেন।
রেলের তরফে জানানো হয়েছে, মোট ১১ লক্ষ ৭ হাজার ৩৪৬ কর্মী এই বোনাস পাবেন। তবে আরপিএফ ও আরপিএসএফ কর্মীরা এই বোনাস পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে এই বোনাস দেওয়ার জন্য মোট ১৯৬৮.৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মীদের পারফরম্যান্সের ভিত্তিতেই এই বোনাস দেওয়া হবে।