Expense: বড্ড দামি শখ! দেশের ধনীরা প্রতিদিন কোটি কোটি টাকা ওড়ান কীসের উপর জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 01, 2024 | 6:30 AM

Spending money: যাদের সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলারের বেশি, তারা আল্ট্রা হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়ালের তালিকাভুক্ত হন। ভারতের অতি ধনী ব্যক্তিরা নানান বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগ করেন। খরচের তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে বিলাসবহুল ঘড়ি।

Expense: বড্ড দামি শখ! দেশের ধনীরা প্রতিদিন কোটি কোটি টাকা ওড়ান কীসের উপর জানেন?
ধনী ব্যক্তিরা কীসে টাকা খরচ করেন?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: অন্ন, বস্ত্র ও মাথার উপরে ছাদ। মানুষের জীবনের মৌলিক চাহিদা এই তিনটিই। অন্ন-বস্ত্রের জন্য ও মাথার উপরে ছাদ জোগাড় করতেই এত পড়াশোনা, তারপর চাকরি বা ব্যবসা এবং তা থেকে উপার্জন। কিন্তু শুধু এই রুটি-কাপড়ের জন্যই নয়, বর্তমানে সাধারণ মানুষ কিন্তু অন্য এক খাতে বেশি ব্যয় করছেন। জানা গিয়েছে, দেশের অতি ধনী ব্যক্তিরা তাঁদের সম্পদের ১৭ শতাংশই খরচ করে বিলাসবহুল পণ্যে। এর মধ্য়ে কী কী রয়েছে জানেন?

সাম্প্রতিক এক রিপোর্টেই তুলে ধরা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। তাতে বলা হয়েছে, দেশের সবথেকে ধনী ব্যক্তিরা, তাদের বিনিয়োগযোগ্য সম্পদের ১৭ শতাংশই বিলাসিতায় খরচ করেছেন। দ্য ওয়েলথ রিপোর্ট ২০২৪-র নথি অনুযায়ী, বিলাসবহুল পণ্য কিনেই নিজেদের আভিজাত্য প্রমাণ করেন ধনীরা। এরমধ্যে প্রথমেই রয়েছে লাক্সারি ঘড়ি। সবথেকে বেশি টাকা খরচ করা হয় বিদেশি ঘড়ি কিনতেই। দ্বিতীয় স্থানে রয়েছে প্রত্নবস্তু বা আর্টিফ্যাক্ট। তৃতীয় স্থানে রয়েছে গহনা।

প্রসঙ্গত, যাদের সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলারের বেশি, তারা আল্ট্রা হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়ালের তালিকাভুক্ত হন। ভারতের অতি ধনী ব্যক্তিরা নানান বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগ করেন। খরচের তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে বিলাসবহুল ঘড়ি। সবথেকে বেশি অর্থ বিনিয়োগ করা হয় ঘড়ি কিনতেই।

যাদের শিল্পকলার শখ রয়েছে, তারা আবার টাকা খরচ করেন প্রত্নবস্তু সংগ্রহে। প্রাচীন যুগের পেইন্টিং থেকে শুরু করে প্রত্নবস্তু, যাবতীয় কিছু এর তালিকায় রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গহনা। চতুর্থ স্থানে রয়েছে ক্লাসিক বা ভিন্টেজ গাড়ি। অনেকেই লক্ষ লক্ষ টাকা, এমনকী কোটি টাকাও ব্যয় করা হয় ক্লাসিক গাড়ি কিনতে।

এছাড়াও বিত্তশালীরা দামি ডিজাইনার হ্যান্ডব্যাগ, ওয়াইন, হুইস্কি ও আসবাবপত্র কিনে বিপুল পরিমাণ টাকা খরচ করেন। পাশাপাশি অনেকের রঙিন হিরে ও কয়েন সংগ্রহেরও শখ থাকে। তারাও কোটি কোটি টাকা খরচ করেন এইসবের উপরে। তবে সবথেকে বেশি জনপ্রিয় পণ্য, যার উপরে সমাজের ধনী ব্যক্তিরা অর্থ ব্যয় করতে ভালবাসেন, তা হল বিলাসবহুল ঘড়ি ও ক্লাসিক গাড়ি। এই কারণে লাক্সারি পণ্যের চাহিদাও বাড়ছে ক্রমশ্য।

Next Article