AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য?

GST: গত বছরের জুনের চেয়ে এ বছর জুনে জিএসটি সংগ্রহ বাড়লে গত ২ মাসের চেয়ে তা কম। গত এপ্রিল মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছিল ২.৩৭ লক্ষ কোটি টাকা। আর মে মাসে তা ছিল ২.০১ লক্ষ কোটি টাকা।

GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য?
ফাইল ছবি
| Updated on: Jul 02, 2025 | 7:30 PM
Share

নয়াদিল্লি: গত বছরের জুন মাসের থেকে এ বছরের জুন মাসে দেশের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ অনেকটাই বেড়েছে। ২০২৫ সালের জুনে দেশে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ১.৮৫ লক্ষ কোটি টাকা। যা গত বছরের জুন মাসের চেয়ে ৬.২ শতাংশ বেশি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছে, গত ৫ বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ২২.০৮ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের চেয়ে যা ৯.৪ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ হয়েছিল ২০.১৮ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৭ সালে দেশে জিএসটি চালু হওয়ার পর সবচেয়ে বেশি তা সংগ্রহ হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষেই। পাঁচ বছর আগে ২০২০-২১ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ হয়েছিল ১১.৩৭ লক্ষ কোটি টাকা।

গত বছরের জুনের চেয়ে এ বছর জুনে জিএসটি সংগ্রহ বাড়লে গত ২ মাসের চেয়ে তা কম। গত এপ্রিল মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছিল ২.৩৭ লক্ষ কোটি টাকা। আর মে মাসে তা ছিল ২.০১ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের তথ্য বলছে, যে রাজ্যগুলিতে জিএসটি সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তার মধ্যে রয়েছে নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, লাক্ষাদ্বীপ এবং লাদাখ।

বিশেষজ্ঞরা বলছেন, এইসব রাজ্যে পরিকাঠামো উন্নয়নে সরকার খরচ করছে। তার প্রতিফলন দেখা যাচ্ছে। আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও এটা ইতিবাচক সূচক। গুজরাটে ২০২৫ সালের জুনে জিএসটি সংগ্রহ হয়েছে ৬১৫০ কোটি টাকার। গত বছরের জুনে যা ছিল ৫৫৬২ কোটি টাকা। অর্থাৎ ১১ শতাংশ জিএসটি সংগ্রহ বেড়েছে।