AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Semiconductor-এর বাজারে বিরাট লাফ ভারতের, একসঙ্গে ৮টি চিপ তৈরি হচ্ছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী!

Semiconductor Fabrication Plants: দেশের ৬টি সেমি কন্ডাক্টর তৈরির কারখানা বা ফ্যাব্রিকেশন হাব এখনও নির্মাণাধীন রয়েছে। আর সেগুলো তৈরি হওয়ার আগেই দেশে ২০টি সেমি কন্ডাক্টর চিপ ডিজাইন করলেন আইআইটির ছাত্রছাত্রীরা।

Semiconductor-এর বাজারে বিরাট লাফ ভারতের, একসঙ্গে ৮টি চিপ তৈরি হচ্ছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী!
| Updated on: Jul 20, 2025 | 5:32 PM
Share

বর্তমানে মোবাইল ফোন থেকে গাড়ি, টিভি থেকে এসি সব কিছুতেই লাগে এই সেমি কন্ডাক্টর। আর এতদিন সেমি কন্ডাক্টরের জন্য তাইওয়ান, চিন সহ একাধিক দেশের উপর নির্ভর করতে হত ভারতএ। আর এবার বদলাতে চলেছে সেই সময়। আইআইটি হায়দরাবাদের ১৪তম কনভোকেশনে গিয়ে এই সেমি কন্ডাক্টর চিপ নিয়েই বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দেশের ৬টি সেমি কন্ডাক্টর তৈরির কারখানা বা ফ্যাব্রিকেশন হাব এখনও নির্মাণাধীন রয়েছে। আর সেগুলো তৈরি হওয়ার আগেই দেশে ২০টি সেমি কন্ডাক্টর চিপ ডিজাইন করলেন আইআইটির ছাত্রছাত্রীরা। এই ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগই আইআইটি হায়দরাবাদের। এই ২০টির মধ্যে ৬টির ডিজাইন ফেজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে।

আইআইটি হায়দরাবাদের কনভোকেশনে কেন্দ্রীয় মন্ত্রী দেশের উন্নতি নিয়ে অনেক কথা বলেন। ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিকম সেক্টরে আত্মনির্ভরতা নিয়ে অনেক কথা বলেন তিনি। এ ছাড়াও ৪জি থেকে ৫জিতে আপগ্রেডেবল স্ট্যাক নিয়েও কথা বলেন তিনি। এ ছাড়াও তাঁর কথা উঠে আসে রেলওয়ের আধুনিকীকরণ ও কবচ সিস্টেম নিয়েও। উল্লেখ্য, কবচ সিস্টেম ডেভেলপ করা হয়েছিল এই হায়দরাবাদেই।