সামান্য হলেও কমল মূল্যবৃদ্ধির হার, স্বস্তির খবর দিল অর্থ মন্ত্রক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 13, 2022 | 8:12 PM

Retail inflation: সোমবার (১৩ জুন), কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার সামান্য কমে ৭.০৪ শতাংশে নেমে এসেছে। গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল রেকর্ড ৭.৭৯ শতাংশ।

সামান্য হলেও কমল মূল্যবৃদ্ধির হার, স্বস্তির খবর দিল অর্থ মন্ত্রক
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: সোমবার (১৩ জুন), কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত তথ্যে ভারতীয়দের জন্য রয়েছে সামান্য স্বস্তির খবর। মে মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার সামান্য কমে ৭.০৪ শতাংশে নেমে এসেছে। গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৯ শতাংশে। ২০১৪ সালের মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৩৩ শতাংশ। তারপর থেকে চলতি বছরের মে মাসেই মুদ্রাস্ফীতির হার সবথেকে বেশি ছিল। মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৯৫ শতাংশ। এপ্রিলের রেকর্ড বৃদ্ধির পর সামান্য হলেও, স্বস্তি ফিরল ভারতীয়দের। তবে, তারপরও এই নিয়ে টানা পঞ্চম মাস ধরে মুদ্রাস্ফীতি, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্ধারিত উচ্চ সহনশীলতার সীমার উপরেই রয়েছে।

কনজিউমার প্রাইসড-বেসড ইনফ্লেশন বা সিপিআই বাস্কেটের প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণ করে খাদ্যের মুদ্রাস্ফীতি। সেই ক্ষেত্রেও আশার আলো দেখা যাচ্ছে। এপ্রিল মাসে খাদ্যে মুদ্রাস্ফীতি যেখানে ৮.৩১ শতাংশ ছিল, মে মাসে তা নেমে এসেছে ৭.৯৭ শতাংশে। তবে, বেশ কিছু খাদ্যপণ্যের দাম বেশি ছিল। খাদ্যশস্য, মাংস, মাছ, সবজির দাম এপ্রিলের তুলনায় মে মাসে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছিল, চলতি বছরের বাকি সময়ে মূল্যবৃদ্ধির চাপ কমার কোনও সম্ভাবনা নেই। বরং, তারা যে মূল্যবৃদ্ধির ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছিল, তার থেকে ২ থেকে ৬ শতাংশ বেশি থাকবে মূল্যবৃদ্ধির পরিমাণ। এর আগে বর্তমান অর্থবর্ষের জন্য আরবিআই বর্তমান আর্থিক বছরের মূল্যস্ফীতির পূর্বাভাস ৫.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল। চলতি মাসের শুরুতে তারা আগের অনুমান থেকে সরে এসেছে। চলতি বছরে মূল্যবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৬.৭ শতাংশ করেছিল। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ককে খুচরো বাজারের মুদ্রাস্ফীতির পরিমাণ ৪ শতাংশের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিল। সহনশীলতা মাত্রা রাখতে বলা হয়েছিল প্লাস বা মাইনাস ২ শতাংশে।

মুদ্রাস্ফীতির চাপ ক্রমে বাড়ায়, রেপো রেট বাড়াতে বাধ্য হয়েছে আরবিআই। চলতি বছরের মে মাসে, এক অফ-সাইকেল মিটিংয়ে আরবিআই গত চার বছরের মধ্যে এই প্রথমবার রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। গত সপ্তাহে, ফের একবার তারা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। ফলে, আরবিআই রেপোরেট দাঁড়িয়েছে ৪.৯০ শতাংশ।

Next Article