সপ্তাহের প্রথম দিনই ধস নামল শেয়ার মার্কেটে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক এক ধাক্কায় ১৪৫৭ পয়েন্ট পড়ে যায়। এর জেরে ক্লোজ়িং বেলে সেনসেক্স গত সেশনের তুলনায় ২.৬৮ শতাংশ কমে গিয়ে ৫২,৮৪৬.৭০ পয়েন্টে গিয়ে ঠেকে। এর আগে গত সপ্তাহের শুক্রবারও বেঞ্চমার্ক সূচক নিম্নমুখী ছিল। এই আবহে আজ লেনদেন চালু হতে না হতেই ধস নামার ইঙ্গিত মিলে যায়। দিনের লেনদেনের প্রথম ১৫ মিনিটেই ২ শতাংশের বেশি পড়ে যায় সূচক। এর পর দিনভর সেই রেশ ধরে রেখেই লালরেখায় থাকে সেনসেক্সের গ্রাফ।
বেঞ্চমার্কের মতোই, নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপও এদিন দুই শতাংশের বেশি নিচে নেমে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালের পতন ঘটলে বিনিয়োগকারীরা প্রায় ৬ লাখ কোটি টাকার লোকসানের মুখোমুখি হন এদিন কয়েক মিনিটেই। এদিন নিফটি-রও সূচক নিম্নমুখী ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ৪২৭.৪০ পয়েন্ট নেমে যায়। এই ২.৬৪ শতাংশের পতনের জেরে ক্লোজ়িং বেলে নিফটি গিয়ে ঠেকে ১৫,৭৭৪.৪০ পয়েন্টে। নিফটি ব্যাঙ্কের সূচক এদিন ৩.১৩ শতাংশ বা ১০৭৭.৯৫ পয়েন্ট কমে গিয়ে ৩৩,৪০৫.৮৫ পয়েন্ট হয়।
এদিন দিনের সেরা সেক্টর ছিল নিফটি এফএমসিজি। যদিও এফএমসিজি সেক্টরও লোকসানের মুখেই পড়ে আজ। তবে লোকসানের খাতগুলির মধ্যে সবথেকে কম লোকসান দেখে নিফটি এফএমসিজি। এদিন ৩৫০.৬ পয়েন্ট পড়ে গিয়ে নিফটি এফএমসিজি-র সূচক গিয়ে ঠেকে ৩৭০৭৮.১০ পয়েন্টে। এদিকে দিনের সবচেয়ে খারাপ সেক্টর নিফটি আইটি-ও লাল রেখাতেই ছিল। এদিন নিফটি আইটি ১১৯৯.৭০ পয়েন্ট কমে গিয়ে ২৭৯১৪.৬০ পয়েন্টে গিয়ে ঠেকে। এদিকে আজকের সবচেয়ে লাভবান শেয়ার ছিল নেসলে। এদিন গত সেশনের তুলনায় ৭৯.৫৫ বা ০.৪৭ শতাংশ দাম বাড়ে নেসলের শেয়ারের। এর ফলে আজকে ক্লোজ়িং বেলে নেসলের শেয়ারের দর গিয়ে দাঁড়ায় ১৬,৮৫৪.৪৫ টাকা। এদিকে আজকে সবচেয়ে লোকসানদায়ক শেয়ার ছিল বাজাজ ফিনসার্ভ। গত সেশনের তুলনায় ৮৬৭.৪৫ বা ৭.০৮ শতাংশ কমে যায় বাজাজ ফিনসার্ভ-র শেয়ার দর। এর জেরে আজ বাজাজ ফিনসার্ভের শেয়ার প্রতি দর গিয়ে ঠেকে ১১,৩৮৬.০৫ টাকা।