AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উড়ছে ভারতের জয়ধ্বজা, UPI ধার নিয়েছে France, UAE ও Singapore-এর মতো দেশ!

UPI and NPCI: প্রযুক্তি, উদ্ভাবনী ও সফটওয়্যারের জগতে ভারতের প্রভাব যে দ্রুত বাড়ছে তার প্রমাণ ইউপিআইয়ের এই এগিয়ে চলার গল্পই। ২০১৬ সালে ভারতে চালু হয় ইউপিআই।

উড়ছে ভারতের জয়ধ্বজা, UPI ধার নিয়েছে France, UAE ও Singapore-এর মতো দেশ!
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Jul 09, 2025 | 12:31 PM
Share

ভারতের অনলাইন পেমেন্ট ব্যবস্থার শিরদাঁড়া ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস। যে ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে কোটি কোটি সাধারণ ভারতীয়। আর এবার সেই ইউপিআই দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। যার মধ্যে রয়েছে ফ্রাস, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশও।

প্রযুক্তি, উদ্ভাবনী ও সফটওয়্যারের জগতে ভারতের প্রভাব যে দ্রুত বাড়ছে তার প্রমাণ ইউপিআইয়ের এই এগিয়ে চলার গল্পই। ২০১৬ সালে ভারতে চালু হয় ইউপিআই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ও রিজার্ভ ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়। কিউআর কোড বা ইউপিআই আইডির মাধ্যমে সহজে পেমেন্ট করা যায় বলে এই ব্যবস্থা এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।

এখনও পর্যন্ত মোট ৮টি দেশে এই ইউপিআই ব্যবস্থা চালু রয়েছে। ভারতের বাইরে প্রথম দেশ হিসাবে ২০২১ সালে ইউপিআই চালু হয় ভূটানে। এর পর ওই বছরই ইউপিআই চালু হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২৪ সালে প্রথম ইউরোপীয় দেশ হিসাবে ইউপিআই গ্রহণ করে ফ্রান্স। ভারতের এনপিসিআই ও ফ্রান্সের লায়রা নেটওয়ার্কের সহযোগিতায় সে দেশে ইউপিআই চালু হয়।

এ ছাড়াও নেপাল, মরিশাস, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও চালু হয়েছে ইউপিআই। আগামীতে কাতার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রিটেন, ওমান ও মালদ্বীপের মতো দেশে ইউপিআই চালু হতে পারে মনে করছে ওয়াকিবহাল মহল।