নয়া দিল্লি: সম্প্রতি ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক। এই নিয়ে এক অর্থবর্ষে তিনবার রেপো রেট বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। এদিকে আরবিআই রেপো রেট বৃদ্ধির ফলে বেশ কিছু ব্যাঙ্ক গৃহ ঋণ ও গাড়ি ঋণের ক্ষেত্রে ইএমআই বাড়িয়েছে। পাশাপাশি কিছু ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। এর মধ্যে একটি ব্যাঙ্ক হল ইন্ডিসইন্ড ব্য়াঙ্ক। সম্প্রতি এই ব্যাঙ্ক ২ কোটির কম আমানতের উপর বাড়িয়েছে সুদের হার। ১২ অগস্ট থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।
বর্তমানে এই ব্য়াঙ্ক ২ কোটির নীচে আমানতের ক্ষেত্রে ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদের FD-তে সুদ দিচ্ছে ২.৭৫ থেকে ৩.৫০ শতাংশ পর্যন্ত। ৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের FD তে সুদের হার দিচ্ছে ৪ শতাংশ। আগে যা ছিল ৩.৫০ শতাংশ। ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদের FD তে সুদের হার থাকছে ৪ শতাংশ। ৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদের FD তে সুদের হার ৩.৭৫ থেকে বেড়ে ৪.২৫ হয়েছে। অর্থাৎ, ৫০ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়িয়েছে ইন্ডাসইন্ড। ১২১ থেকে ১৮০ দিনের মেয়াদের ক্ষেত্রে বর্তমান সুদের হার রয়েছে ৪.৭৫ শতাংশ। এক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করেছে এই ব্যাঙ্ক। ১৮১ থেকে ২১০ দিন ফিক্সড ডিপোজ়িটে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে হয়েছে ৫ শতাংশ।
২১১ দিন থেকে ২৬৯ দিনের স্থায়ী আমানতগুলিতে এখন ৫.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। যেখানে আগে সুদের হার ছিল ৫ শতাংশ। সেই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল। যখন ২৭০ দিন বা ৩৫৪ দিনের মধ্যে আমানতগুলিতে সুদের হার ৫.৫০ শতাংশই বজায় থাকছে। ৩৫৫ দিন বা ৩৬৪ দিনের মেয়াদের আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক ৫.৫০ শতাংশ সুদ দেবে। ১ বছর বা ১ বছর ৬ মাসের কম সময়ের মধ্যে আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.২৫ শতাংশ করেছে।