AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPO: রোজ লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন এই অ্যাপ, এবার আইপিও আনছে তারা, করবেন নাকি বিনিয়োগ?

Initial Public Offering: এই বছরের অগস্ট মাসের মধ্যে ফোনপে তাদের DRHP বা সেবিকে তাদের প্রাথমিক ফাইলিং জমা করতে চলেছে মার্কেট লিডার এই সংস্থা। তবে তাদের এই পরিকল্পনা এখনও নির্দিষ্ট হয়নি।

IPO: রোজ লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন এই অ্যাপ, এবার আইপিও আনছে তারা, করবেন নাকি বিনিয়োগ?
Image Credit: Witthaya Prasongsin/Moment/Getty Images and DEV IMAGES/Moment/Getty Images
| Updated on: Jun 26, 2025 | 12:54 PM
Share

প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। আর এবার আইপিও নিয়ে আসতে চলেছে সেই সংস্থা। সংবাদসংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে এর ফলে এই সংস্থার ভ্যালুয়েশন গিয়ে দাঁড়াবে ১৫ বিলিয়ন ডলার বা ১ লক্ষ ২৮ হাজার ৬৯৫ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি।

এই বছরের অগস্ট মাসের মধ্যে ফোনপে তাদের DRHP বা সেবিকে তাদের প্রাথমিক ফাইলিং জমা করতে চলেছে। তবে তাদের এই পরিকল্পনা এখনও নির্দিষ্ট হয়নি। পরবর্তীতে এই পরিকল্পনা বদলাতেই পারে বলে জানা গিয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ফোনপে। বর্তমানে ইউপিআই পেমেন্ট সিস্টেমের অন্যতম প্রধান খেলোয়াড় হল এই ফোনপে। ফোনপে আর গুগল পে ছাড়া অন্য কোনও সংস্থা দারুণ ভাবে ভারতের বাজারে নেই।

২০২৫ সালের মে মাসের তথ্য বলছে, এই মাসে ১ হাজার ৮৬৮ কোটি ইউপিআই লেনদেন হয়েছে। আর সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। লেনদেনের পরিমাণ মে মাসে এপ্রিলের তুলনায় বেড়েছে ৪ শতাংশ আর লেনদেনের অঙ্কের বৃদ্ধি হয়েছিলও ৫ শতাংশ।

আর তথ্য বলছে, এই লেনদেনে সর্বোচ্চ লেনদেনই হয়েছে ফোনপে-র মাধ্যমে। ৮৬৮ কোটি ইউপিআই লেনদেন হয়েছে এই অ্যাপের মাধ্যমে। আর এর মূল্য ছিল প্রায় ১২ লক্ষ ৫৬ হাজার কোটি টাকার মতো। অর্থাৎ, প্রায় অর্ধেক ইউপিআই লেনদেন হয়েছে ফোন-পের মাধ্যমে। ফলে, সংস্থা মনে করছে এটাই তাদের আইপিও নিয়ে আসার সবচেয়ে ভাল সময়।