Fixed Deposit: অনেক ব্যাঙ্কেও এত সুদ পাবেন না, Amazon Pay-তে এখন করতে পারবেন ফিক্সড ডিপোজিট
Amazon Pay: শিবালিক স্মল ফিন্যান্স ব্য়াঙ্ক, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্লাইস, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, শ্রীরাম ফিন্যান্স ও বাজাজ ফিন্যান্সের সঙ্গে অংশীদারিত্বে ফিক্সড ডিপোজিটের সুবিধা চালু করেছে। গ্রাহকরা নিজেদের পছন্দ মতো ব্যাঙ্ক বেছে নিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারবেন।

নয়া দিল্লি: আপনার হাতে কিছু টাকা এসেছে? বিনিয়োগের ভাল কোনও অপশন খুঁজছেন? তাহলে আপনার জন্য এবার বিনিয়োগের ভাল অপশন এনে দিল অ্যামাজন পে। এবার অ্যামাজন পে-তেই পাবেন ফিক্সড ডিপোজিটের সুবিধা। এতে আবার পাবেন মোটা অঙ্কের সুদও। কীভাবে করবেন অ্যামাজন পে-তে বিনিয়োগ, জেনে নিন-
এতদিন অ্যামাজন পে-তে বিভিন্ন পেমেন্ট ও বিল দেওয়া যেত। এবার অ্যামাজন পে-তে ফিক্সড ডিপোজিটও করা যাবে। পাঁচটি ব্যাঙ্ক ও দুটি নন-ব্যঙ্কিং ফিন্যান্স কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে ফিক্সড ডিপোজিটের স্কিম শুরু করেছে।
জানা গিয়েছে, শিবালিক স্মল ফিন্যান্স ব্য়াঙ্ক, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্লাইস, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, শ্রীরাম ফিন্যান্স ও বাজাজ ফিন্যান্সের সঙ্গে অংশীদারিত্বে ফিক্সড ডিপোজিটের সুবিধা চালু করেছে। গ্রাহকরা নিজেদের পছন্দ মতো ব্যাঙ্ক বেছে নিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। অ্যামাজন পে অ্যাপেই ফিক্সড ডিপোজিটের নানা অপশন, সুদের হার, মেয়াদ- সবকিছু দেখতে পাবেন। অনলাইনেই গোটা প্রক্রিয়া হবে, তাই কোনও কাগজপত্র জমা দেওয়া বা সশরীরে হাজিরার ঝামেলা থাকবে না।
এই ফিক্সড ডিপোজিট স্কিমের আরও বড় একটি সুবিধা হল এতে বিনিয়োগের জন্য আলাদাভাবে কোনও ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে না।
ফিক্সড ডিপোজিটের সুযোগ-সুবিধা-
অ্যামাজন পে-তে যে ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার ধার্য করা হয়েছে প্রতি বছরে ৮ শতাংশ। তবে তা অংশীদার ব্যাঙ্ক ও এফডি-র মেয়াদের উপরে নির্ভর করবে। মহিলারা বিনিয়োগ করলে, ফিক্সড ডিপোজিটে আরও ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ পাওয়া যাবে। শ্রীরাম ফিন্যান্স এই অফার দিচ্ছে।
এই স্কিমে ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ অল্প টাকা যারা বিনিয়োগ করতে চান, তারাও বিনিয়োগ করতে পারবেন। অনলাইনে যাবতীয় প্রক্রিয়া পূরণ করার পর অ্যামাজন পে সেকশন দিয়ে বা অ্য়ামজন অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন।
অ্যামাজন পে জানিয়েছে, ডিপোজিট ইন্সুরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের অধীনে ফিক্সড ডিপোজিট ইন্সুরেন্স থাকবে। এতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাওয়া যাবে প্রতি বিনিয়োগকারী পিছু।
কীভাবে অ্যামাজন পে-তে ফিক্সড ডিপোজিট অ্য়াকাউন্ট খুলবেন?
প্রথমে অ্য়ামাজন অ্যাপ খুলুন, তারপর অ্যামাজন পে সেকশনে যান। এখানেই ফিক্সড ডিপোজিট অপশন পাবেন, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাক্সেপ্ট করুন। এবার কোন ব্যাঙ্ক বা প্রতিষ্ঠানের সঙ্গে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান, সেটা সিলেক্ট করুন এবং কতদিনের জন্য ডিপোজিট করতে চান, সেটি বেছে নিন। কত টাকা বিনিয়োগ করতে চান, তা লিখুন। এবার ডিটেইল জমা দিলেই বিনিয়োগ হয়ে যাবে।
