AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment Tips: বিনিয়োগ করতে মেনে চলুন এই ৬ টিপস, দারুণ রিটার্ন পাবেন আপনি!

6 Tips of Investment: বিনিয়োগ করতে গেলে বেশ কয়েকটা কথা মাথায় রাখতে হয়। তবেই যে কেউ বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য লাভ করে।

Investment Tips: বিনিয়োগ করতে মেনে চলুন এই ৬ টিপস, দারুণ রিটার্ন পাবেন আপনি!
Image Credit: Images By Tang Ming Tung//DigitalVision/Getty Images
| Updated on: Jul 10, 2025 | 4:39 PM
Share

মানুষ উপায় করতে শুরু করলেই শুভাকাঙ্খীরা বলেন সব টাকা খরচ না করতে। অনেকে বলেন সঞ্চয়ের কথা। আবার যাঁরা অর্থনীতি বোঝেন বা আগামীর কথা বেশি চিন্তা করেন, তাঁরা বলেন শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ করার কথা। কিন্তু বিনিয়োগ করতে গেলে বেশ কয়েকটা কথা মাথায় রাখতে হয়। তবেই যে কেউ বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য লাভ করে।

১. বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন

প্রথমত, বিনিয়োগ করতে চাইলে শুরুতেই বিনিয়োগের একটা লক্ষ্য ঠিক রাখা সরকার। যেমন কারও ধরুন ২৫ বছর বয়স। সে ঠিক করল যখন তার বয়স ৪০ হবে সে একটা বাড়ি কিনবে। তাহলে এই বাড়ি কেনার লক্ষ্যের কথা মাথায় রেখে তার বিনিয়োগ করা উচিত। আবার অনেকের লক্ষ্য থাকে একটা অবসরকালীন ফান্ড তৈরি করা।

২. শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ জরুরি

আগামীর কথা যাঁরা ভাবেন তাঁরা সর্বদা বলেন শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ জরুরি। কারণ, সঞ্চয় করলে বা কোনও ফিক্সড ডিপোজিটে টাকা জমালে আগামীতে সেই টাকার ভ্যালু কমে যেতে পারে। তার সবচেয়ে বড় কারণ হল সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে যা সুদ পাওয়া যায় তা মূদ্রাস্ফীতির তুলনায় অনেকটা কম।

৩. না বুঝলে ঝুঁকি নেবেন না

বিশেষজ্ঞরা বলে থাকেন, যে বিষয় বুঝবেন না, সেই বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভাল। অনেকেই শেয়ার বাজার সম্পর্কে স্পষ্টভাবে অবগত নন। আর সেটা না হলে কোনও ঝুঁকি নেওয়াই উচিত নয়। সেই ক্ষেত্রে প্রফেশনাল ফান্ড ম্যানেজারের উপর ভরসা করাই বুদ্ধিমানের কাজ।

৪. বিনিয়োগ মানে জুয়া নয়

অনেকেই মনে করেন শেয়ার বাজারে বিনিয়োগ অনেকটা জুয়ার মতো। বিভিন্ন সিনেমায় গল্পের কারণে শেয়ার বাজারকে এমন ভাবে দেখানো হয়, তাতে মানুষের মনে ভয় ঢুকে যায়। কিন্তু কেউ যদি সব বুঝে, বিশ্লেষণ করে শেয়ারে বিনিয়োগ করেন তাহলে সেই বিনিয়োগ বিনিয়োগকারীকে দারুণ রিটার্ন দেবে।

৫. বাজার উঠবে-নামবে, আপনি স্থির থাকুন

শেয়ার বাজারে বিনিয়োগের একটা দিক হল, বাজার সব সময় ওঠা নামা করতে থাকে। ফলে, শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব সময় যে দারুণ রিটার্ন দেবে এমনটা নয়। আর এই কারণেই আপনাকে বিনিয়োগের পর মাথা ঠান্ডা রাখতে হবে ও বিনিয়োগের পর স্থির থাকতে হবে।

৬. কাল নয়, আজই শুরু করুন

অনেকেই বলেন কাল থেকেই বা সামনের মাসের মাইনেটা ঢুকলেই বিনিয়োগ শুরু করব। কিন্তু বিনিয়োগ শুরু করতে হলে কাল নয়, আজই শুরু করুন। নাহলে কালের লুপ কোনও দিনই শেষ হবার নয়।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।