মুম্বই: বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতে। বিসিসিআই-এর ‘কুবেরের ধন’ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চর্চা হয়েছে। বলা হয়, বিসিসিআই-এর কোষাগারে যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তা বিশ্বের বাকি যে কোনও ক্রিকেট বোর্ডকে নাকি বলে বলে ছক্কা হাঁকাবে। কিন্তু বাস্তবে কত টাকা আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড? এটা নিয়ে অনেকের কাছেই ধারণা স্পষ্ট নয়। যতটা ভাবছেন, তার থেকেও বেশি চোখ ধাঁধানো বিসিসিআই-এর আয়ের বাস্তব পরিসংখ্যান।
সব ধরনের খেলার দুনিয়া মিলিয়ে বিসিসিআই কি বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী বোর্ড? কত টাকা আয় করে ভারতের ক্রিকেট বোর্ড? এই সব নিয়ে চলতি বছরে সংসদের বাদল অধিবেশনে প্রশ্ন উঠেছিল। রাজ্যসভায় সেই প্রশ্নের জবাবও দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
অন্যান্য দেশের খেলার বোর্ড কী রকম কী আয় করে, সেই সংক্রান্ত তথ্য না থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড বছরে কত আয় করে, সেই পরিসংখ্যান রয়েছে কেন্দ্রের কাছে। রাজ্যসভায় পেশ করা তথ্য অনুযায়ী, ২০১৮-২০২২ এই পাঁচ বছরের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরে লক্ষ্মী ঢুকেছে ২৭ হাজার ৪১১ কোটি টাকার। এর মধ্যে শুধু ২০২১-২২ অর্থবর্ষেই বিসিসিআই আয় করেছে ৭ হাজার ৬০৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা ছিল ৪ হাজার ৭৩৫ কোটি টাকা।
এই দুই অর্থবর্ষের হিসেব থেকেই স্পষ্ট কী হারে লক্ষ্মীলাভ করছে বিসিসিআই। তবে আয় বাড়লেও, ব্যয় কিন্তু সেই হিসেবে বাড়েনি এই দুই অর্থবর্ষে। ২০২০-২১ সালে বোর্ড খরচ করেছিল ৩ হাজার ৮০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে বোর্ড ব্যয় করেছিল ৩ হাজার ৬৪ কোটি টাকা।
ভারতীয় ক্রিকেট বোর্ড কত টাকা আয়কর জমা দিয়েছে, সেই তথ্যও রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে বিসিসিআই আয়কর বাবদ জমা দিয়েছে ১ হাজার ১৫৯ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে জমা দিয়েছিল ৫৯৬ কোটি ৬৩ লাখ টাকার আয়কর।