IPL-এর দ্বিতীয় ধনী দল, কোত্থেকে এত এত টাকা আয় করে KKR, জানেন?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 20, 2023 | 1:03 PM

Kolkata Knight Riders: আইপিএল-এ বাণিজ্যের দিক থেকে কেকেআর দ্বিতীয় সেরা দল। আগে আছে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি বছরের এপ্রিল মাসের পরিসংখ্য়ান অনুযায়ী মু্ম্বই ইন্ডিয়ান্স দলের সম্পদ ৮০৩ কোটি টাকার, আর কেকেআর-এর ৭৪০ কোটি টাকা। ট্রফির জয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও, এই বিষয়ে ধোনির চেন্নাই সুপার কিংস দলকেও পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন এই দল।

IPL-এর দ্বিতীয় ধনী দল, কোত্থেকে এত এত টাকা আয় করে KKR, জানেন?
আইপিএল-এর দ্বিতীয় ধনীতম দল কেকেআর
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: মঙ্গলবার আইপিএল-এর মিনি নিলামে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্ককে রেকর্ড দামে কিনে হইচই ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে, দলগুলি কত খরচ করতে পারবে, তা অবশ্য বেঁধে দেওয়া থাকে। কিন্তু, আইপিএল-এ বাণিজ্যের দিক থেকে কেকেআর দ্বিতীয় সেরা দল। আগে আছে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি বছরের এপ্রিল মাসের পরিসংখ্য়ান অনুযায়ী মু্ম্বই ইন্ডিয়ান্স দলের সম্পদ ৮০৩ কোটি টাকার, আর কেকেআর-এর ৭৪০ কোটি টাকা। ট্রফির জয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও, এই বিষয়ে ধোনির চেন্নাই সুপার কিংস দলকেও পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন এই দল। কিন্তু, কীকরে গত ১৫ বছরে এত বিপুল অর্থ উপার্জন করল কেকেআর? তাদের আয়ের উৎস কী? আসুন জেনে নেওয়া যাক –

মিডিয়া সত্ব

ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর মিডিয়া সত্ব বিক্রি করার জন্য টিভি সম্প্রচারক এবং ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম থেকে মোটা অর্থ উপার্জন করে। এর থেকে কিছু অংশ যায় বিসিসিআই-এর কোষাগারে। আর, আয়ের ৪০ থেকে ৫০ শতাংশ যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ঘরে। সবচেয়ে বড় অংশ পায় ট্রফি জয়ী দল। ২০২৩ সালের জানুয়ারিতে, ৫ বছরের জন্য বিসিসিআই আইপিল-এর মিডিয়া সত্ব ৪৮,৩৯০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। লিগের এই আর্থিক সম্বৃদ্ধিতে লাভবান হয়েছে কেকেআর-ও। কারণ এর ফলে, দুইবারের আইপিএল চ্যাম্পিয়নদের আয় বিশাল বেড়েছে।

স্পনসরশিপ

সংবাদ প্রতিবেদন অনুসারে, আইপিএল-এর দলগুলির আয়ের ২০ থেকে ৩০ শতাংশই আসে স্পন্সরশিপের মাধ্যমে। ২০০৮ থেকে ২০১৪ এবং ২০১৮-১৯ মরসুমে কলকাতার ফ্র্যাঞ্চাইজির প্রধান স্পনসর ছিল আন্তর্জাতিক ব্র্যান্ড নোকিয়া। এরপর প্রধান স্পনসর হয়েছিল এমপিএল সংস্থা। ২০২৩-এ মাইফ্যাব১১ হয় কেকেআর-এর প্রধান স্পনসর। এর পাশপাশি প্রধান স্পনসর হিসেবে রয়েছে টায়ার উৎপাদনকারী সংস্থা বিকেটি। এছাড়া, লাক্স কোজি, জয় পার্সোনাল কেয়ার, মানি ৯, জিও, রয়্যাল গ্রীন এবং অ্যাকোও- কেকেআর-এর অফিসিয়াল স্পনসর৷

টিকিট এবং গেট পাস

কলকাতার ক্রিকেট-পাগল দর্শক কখনই তাঁদের পছন্দের আইপিএল দলের প্রতি তাদের ভালবাসা প্রকাশে পিছিয়ে থাকেনন। গত ১৫ বছর ধরে, কেকেআর-কে সমর্থনের জন্য ইডেন গার্ডেন্সে বিশাল সংখ্যায় ভিড় জমিয়েছেন তাঁরা। ৮০,০০০ আসন সংখ্যার ইডেন গার্ডেন্স আসন সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। আর তাই স্টেডিয়ামের টিকিট বিক্রির মাধ্যমে কেকের একটা বড় অর্থ উপার্জন করেছে। টিকিট ছাড়াও, এই ফ্র্যাঞ্চাইজি গেট পাসও বিক্রি করে। এতে তাদের কোষাগারে আরই অর্থ আসে।

পণ্য বিক্রি

ভারতে ক্রীড়া পণ্যের বাজার উল্কার গতিতে বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে, ক্রিকেট সামগ্রী এবং পোশাকের প্রতি ভারতীয়দের টান লক্ষ্য করে, আইপিএল-এর দলগুলি অনলাইন রিটেইল স্টোর স্থাপন করেছে। কেকেআর-ও ‘শপ কেকেআর’ ওয়েবসাইট চালু করেছে। জার্সি, শর্টস, টুপি, টি-শার্ট এবং চাবির রিং-এর মতো কেকেআর-এর লোগো দেওয়া বিভিন্ন পণ্য বিক্রি করা হয় এই স্টোর থেকে। সারা বছরই এই স্টোরগুলি থেকে পণ্য বিক্রি হলেও, আইপিএল চলাকালীন এই স্টোরে পণ্যের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। ২০২৩-এ কেকেআর ‘নাইট ক্লাব অ্যাপ’-ও চালু করেছে।

পুরস্কারের অর্থ

আয়ের অন্যান্য উত্সের তুলনায়, আইপিএল-এর পুরস্কারের অর্থ থেকে দলগুলির সবথেকে কম লাভ করে থাকে। এদিক থেকে সবথেকে কম আয় হয়। এখনও পর্যন্ত, ২০১২ এবং ২০১৪ সালে দুবার আইপিএল ট্রফি জিতেছে কেকেআর। আর সেই বাবদ কিছু অর্থও এসেছে ঘরে।

Next Article