AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC: সস্তায় দক্ষিণ ভারত ঘোরাবে রেল, বাংলা থেকেই ছাড়বে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন

Bharat Gaurav Tourist Train: আগামী মাসেই দক্ষিণ ভারত ভ্রমণের জন্য ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে এবং বীরভূম, বর্ধমান জেলার বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলবে। স্বাভাবিকভাবেই রাজ্যের ভ্রমণপিপাসুদের কাছে দক্ষিণ ভারত ঘোরার এটি একটি বড় সুযোগ।

IRCTC: সস্তায় দক্ষিণ ভারত ঘোরাবে রেল, বাংলা থেকেই ছাড়বে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন
ভারত গৌরব ট্রেন। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 6:43 AM
Share

নয়া দিল্লি: ভারতের সৌন্দর্য-ই দেখে শেষ হওয়ার নেই। পাহাড় থেকে সমুদ্র, কলকলিয়ে বয়ে আসা নদী থেকে সবুজ শস্যক্ষেত, তুষারাবৃত লেক থেকে হিমালয়ের শৃঙ্গ- কী নেই! এর উপর উপরি পাওনা, বড়-বড় চোখ ধাঁধানো কারুকাজের মন্দির, প্রাসাদ। বিশেষত, দক্ষিণ ভারতকে তো মন্দির নগরী বলা হয়। এগুলো না দেখলে যেন অনেক কিছুই অদেখা থেকে যায়। ইচ্ছা বা টাকা থাকলেও সঙ্গীর অভাবে বা যাতায়াতের ঝক্কি পোয়ানোর ভয়ে অনেকেই এই সমস্ত নৈসর্গিক স্থানে বেড়াতে যেতে বা দেশের প্রখ্যাত মন্দির, প্রাসাদ, মূর্তি দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত থাকেন। তবে তাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে রেল। সকলকে দেশের সার্বিক সৌন্দর্য দেখার সুযোগ ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ও ‘দেখ আপনা দেশ’ প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের অধীনেই ভারত গৌরব ট্রেনে করে ভ্রমণপিপাসুদের বেড়ানোর আস্বাদ দিচ্ছে IRCTC। যাতায়াত, থাকা, খাওয়ার চিন্তা নেই। কেবল ভ্রমণের প্যাকেজ টাকা দিলেই হবে। আইআরসিটিসি-র তরফেই সমস্ত ব্যবস্থা করা হয়। এবার দক্ষিণ ভারত ঘোরার জন্য এরকমই এক অভিনব প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি। সবচেয়ে বড় ব্যাপার হল, এবার ট্রেনটি ছাড়বে বাংলা থেকে। ফলে এ রাজ্যের বাসিন্দারাও মন্দির নগরী ঘুরে দেখার সুযোগ পেতে পারেন।

আইআরসিটিসি সূত্রে খবর, আগামী মাসেই দক্ষিণ ভারত ভ্রমণের জন্য ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে এবং বীরভূম, বর্ধমান জেলার বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলবে। স্বাভাবিকভাবেই রাজ্যের ভ্রমণপিপাসুদের কাছে দক্ষিণ ভারত ঘোরার এটি একটি বড় সুযোগ।

কতদিনের প্যাকেজ ও বাংলার কোন-কোন স্টেশনে বোর্ডিং

ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ভারত ভ্রমণের গৌরব ট্যুরিস্ট ট্রেনটি আগামী ১১ ডিসেম্বর যাত্রা শুরু করবে। ১১ রাত ও ১২ দিনের এই প্যাকেজে ট্রেনটি যাত্রীদের মল্লিকার্জুন জ্যোতির্লিং, তিরুপতি বালাজি মন্দির, মীনাক্ষী মন্দির, রামেশ্বরম, কন্যাকুমারী এবং ত্রিবান্দ্রম ঘোরাবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টেশন থেকে যাত্রীরা এই ট্রেনে উঠতে ও নামতে পারবেন, সেই স্টেশনগুলির মধ্যে রয়েছে- নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, দুমকা, হাঁসদিহা, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, ঝাঁঝা, ধানবাদ। স্বাভাবিকভাবেই এটি বাংলার যাত্রীদের কাছে নিশ্চিন্তে দক্ষিণ ভারত ঘোরার একটি বড় সুযোগ।

প্যাকেজ-মূল্য

ভারত ভ্রমণের গৌরব ট্যুরিস্ট ট্রেনে দক্ষিণ ভারত ঘোরার মোট ৩ ধরনের প্যাকেজ রয়েছে। ইকোনমি ক্যাটেগরি, স্ট্যান্ডার্ড ক্লাস এবং কমফর্ট ক্লাস। এর মধ্যে ইকোনমি ক্যাটেগরির প্যাকেজের মূল্য সবচেয়ে কম, জন প্রতি ২২,৭৫০ টাকা। এরপর স্ট্যান্ডার্ড ক্লাসের প্যাকেজ মূল্য জন প্রতি ৩৬,১০০ টাকা। আর কমফর্ট ক্লাসের প্যাকেজ মূল্য জন প্রতি ৩৯,৫০০ টাকা। ট্রেনের আসন, কোচ থেকে শুরু করে হোটেলের এসি, নন-এসি রুমের উপর নির্ভর করে এই প্যাকেজগুলি করা হয়েছে।