IRCTC লঞ্চ করবে ‘ভারত গৌরব প্রোজেক্ট’, প্রাইভেট কোম্পানি চালাবে থিম বেসড স্পেশাল টুরিস্ট ট্রেন

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 07, 2021 | 8:04 PM

Bharat Gaourav Train Project: জুলাই মাসে ভারতীয় রেলওয়ের তরফে তিনটি ক্লাস্টারে প্রাইভেট ট্রেন প্রোজেক্টের জন্য আবেদন (RFPs) চাওয়া হয়েছিল। রেলওয়ে আইআরসিটিসি আর মেইল (MEIL) এর তরফে আবেদন পেয়েছেন। রেলওয়ের তরফে তিনটি ক্লাস্টার, মুম্বাই২, দিল্লি১ আর দিল্লি ২এর জন্য প্রাইভেট ট্রেনের প্রোজেক্ট হিবেসে আবেদন এসেছে।

IRCTC লঞ্চ করবে ভারত গৌরব প্রোজেক্ট, প্রাইভেট কোম্পানি চালাবে থিম বেসড স্পেশাল টুরিস্ট ট্রেন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC) এখন ভারত গৌরব প্রোজেক্ট লঞ্চ করতে চলেছে। এই প্রোজেক্টে প্রাইভেট কোম্পানিগুলি এবং টুরিজম বোর্ড এবং ট্রাভেল পোর্টাল নিজেদের থিম বেসড স্পেশাল ট্রেন চালাতে পারবে। ট্রেনের থিম আর ডেস্টিনেশন প্রাইভেট কোম্পানিগুলি ঠিক করবে। এই স্পেশাল ট্রেনগুলির ভাড়া আর খরচ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাইভেট ট্রেনগুলির পরিচালনার জন্য আইআরসিটিসি দ্রুতগতিতে কাজ করছে।

আইআরসিটিসি সম্প্রতিই বেশকিছু সরকারি টুরিজম বিভাগ, প্রাইভেট অপারেটর্স আর ট্রাভেল পোর্টালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ভারত গৌরব ট্রেন প্রোজেক্ট নিয়েই এই বৈঠক হয়েছে। এই বৈঠকে প্রাইভেট কোম্পানিগুলির ট্রেন পরিচালনা করার ব্যাপারে আলোচনা হয়েছে। জানা গিয়েছে এই প্রথম বৈঠক যথেষ্ট পজিটিভ ছিল। আগামী এক মাসের ভেতর আরও একটি বৈঠক হবে যেখানে সরকারের তরফে এটা নিয়ে আরও পরিষ্কার ছবি দেওয়া হবে। এই বৈঠকে প্রাইভেট কোম্পানিগুলির বিভিন্ন আশঙ্কা দূর করা হবে। উদাহরণ হিসেবে চুক্তি দীর্ঘদিন পর্যন্ত যাতে বজায় থাকে, রেলওয়ে দেওয়া ভাড়া কত আর কীভাবে ঠিক হবে এইসব প্রশ্নের সমাধান করা হবে।

এই কোম্পানিগুলি চালাতে পারে প্রাইভেট ট্রেন

আগামী দিনে মেকমাই ট্রিপ, ইজমাই ট্রিপ আর থমাস কুকের মতো প্রাইভেট কোম্পানিকে এমপি টুরিজম বোর্ড, ইউপি টুরিজম বিভাগের প্রাইভেট ট্রেন চালাতে দেখা যাবে।

৬০টি আরও নতুন প্রাইভেট ট্রেন চালাতে প্রস্তুত

এই জুলাই মাসে ভারতীয় রেলওয়ের তরফে তিনটি ক্লাস্টারে প্রাইভেট ট্রেন প্রোজেক্টের জন্য আবেদন (RFPs) চাওয়া হয়েছিল। রেলওয়ে আইআরসিটিসি আর মেইল (MEIL) এর তরফে আবেদন পেয়েছেন। রেলওয়ের তরফে তিনটি ক্লাস্টার, মুম্বাই২, দিল্লি১ আর দিল্লি ২এর জন্য প্রাইভেট ট্রেনের প্রোজেক্ট হিবেসে আবেদন এসেছে। তিনটি ক্লাস্টারে প্রায় ৩০ জোড়া প্রাইভেট ট্রেন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রোজেক্টে প্রায় ৭২০০ কোটি টাকার বিনিয়োগ হবে।

কতগুলি রুটে চলবে প্রাইভেট ট্রেন

দেশে আলাদা আলাদা রুটে প্রাইভেট ট্রেন পরিচালনা করা নিয়ে সরকারের বক্তব্য ২০২৩ এর মার্চ থেকে এই ট্রেনগুলি চলবে। এর জন্য ২০২১ এর মার্চের মধ্যে টেন্ডার ফাইনাল করা হবে। বেশিরভাগ প্রাইভেট ট্রেন মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতেই তৈরি করা হবে। তবে রেল অপারেশনে প্রাইভেট কোম্পানিগুলি নিজের হিসেবে অংশীদারি নিতে পারে।
গত বছর সরকার দেশের ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর অনুমতি দিতে কাজ শুরু করেছিল। এই প্ল্যান প্রাইভেট কোম্পানিগুলিকে অপারেশনের অনুমতি দেওয়ার জন্য ছিল।

কবে থেকে শুরু হবে ১৫১টি প্রাইভেট ট্রেন

প্রাইভেট ট্রেনের পরিকল্পানর অংশ হিসেবে, রেলওয়ে ২০২২-২৩ এ ১২টি ট্রেল চালানোর পরিকল্পনা করেছে। ২০২৩-২৪ এ ৪৫টি, ২০২৫-২৬ এ ৫০টি ট্রেন এবং আগামী তার পরবর্তী আর্থ বছরে আরও ৪৪টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। যার ফলে ২০২৬-২৭ অর্থ বছরে মোট ট্রেনের সংখ্যা হবে ১৫১টি। প্রাইভেট কোম্পানিগুলিতে নিজেদের নেটওয়ার্কে যাত্রী ট্রেন চালানোর জন্য অনুমতি দিতে একটি আনুষ্ঠানিক শুরু হিসেবে রেলওয়ে জুলাই মাসে দেশজুড়ে ১০৯ জোড়া রুটে ১৫১টি আধুনিক যাত্রী ট্রেন চালানোর জন্য কোম্পানিগুলির কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল।

আরও পড়ুন: Gold Price Today: বিয়ের মরশুমে খুশির খবর! সর্বোচ্চ স্তর থেকে ৮৫০০ টাকা কমল সোনার দাম

Next Article