নয়া দিল্লি: একবার ডায়াবেটিস দেখা দিলে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। শুধুমাত্র এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কম-বেশি সবাই ওষুধ খায়, কিন্তু ওষুধ দিয়ে কি ডায়াবেটিসের ঝুঁকি কমে? মহীশূরের জেএসএস কলেজের আয়ুর্বেদ বিশেষজ্ঞ অধ্যাপক বিনাজি রাও বলেন, “শোধনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়।” বিশেষ বিরেচনার অধীনে, আয়ুর্বেদিক ওষুধ হিসেবে তেল, ঘি বা উভয়ই রোগীকে তিন বা পাঁচদিন গরম জলের সঙ্গে খেতে দেওয়া হয়। এর ফলে শরীর থেকে সেই সব ত্রুটি দূর হয়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
ডাঃ বিনাজি বলেন, “ডায়াবেটিসের ঝুঁকি কমাতে বছরে অন্তত একবার শরীর শুদ্ধ করা প্রয়োজন।” অধ্যাপক বিনাজি রাও বলেন, এই চিকিৎসার পাশাপাশি Emery Plus এবং BGR-34-এর মতো ওষুধও ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।
প্রতি বছর ডায়াবেটিস রোগী বাড়ছে
ভারতে প্রতি বছর ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুমান, ২০৩০ সালের মধ্যে, ভারতের জনসংখ্যার ১০-১২ শতাংশ ডায়াবেটিসে ভুগতে পারে।
আয়ুর্বেদে চিকিৎসা আছে
বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ অবলম্বন করে ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ পরমেশ্বর অরোরা বলেন, মানুষের মধ্যে তিন ধরনের ডায়াবেটিস হয়। যার মধ্যে একটি জন্মগতভাবে বিদ্যমান। দ্বিতীয়টি জেনেটিক কারণে হয়, তবে সবচেয়ে সাধারণ ডায়াবেটিস হল টাইপ-২।
ডায়াবেটিস টাইপ-২- এর কারণ, খারাপ জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাস। তবে আয়ুর্বেদের মাধ্যমে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া প্রাথমিক অবস্থায় ডায়াবেটিসের ঝুঁকিও কমানো যায়।