Laptop: বারবার গরম হয়ে যাচ্ছে ল্যাপটপ? এই টিপস মানলেই হবে মুস্কিল আসান

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 04, 2024 | 2:47 PM

Laptop Overheating: ল্যাপটপে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খুব জরুরি। এমন জায়গায় বা এমনভাবে ল্যাপটপ রাখা উচিত, যাতে হাওয়া চলাচল করে।

1 / 6
অফিসে ডেস্কটপের চল এখন প্রায় উঠেই যাচ্ছে। ল্যাপটপেরই ব্যবহার সব জায়গায়। কিন্তু অতিরিক্ত ল্যাপটপ ব্যবহার করল গরম হয়ে যায় ল্যাপটপ।

অফিসে ডেস্কটপের চল এখন প্রায় উঠেই যাচ্ছে। ল্যাপটপেরই ব্যবহার সব জায়গায়। কিন্তু অতিরিক্ত ল্যাপটপ ব্যবহার করল গরম হয়ে যায় ল্যাপটপ।

2 / 6
আপনার ল্যাপটপও কি একটু ব্যবহার করলেই গরম হয়ে যাচ্ছে? তবে ওভার হিটিংয়ের সমস্যা হচ্ছে আপনার ল্যাপটপে। কী করবেন এক্ষেত্রে?

আপনার ল্যাপটপও কি একটু ব্যবহার করলেই গরম হয়ে যাচ্ছে? তবে ওভার হিটিংয়ের সমস্যা হচ্ছে আপনার ল্যাপটপে। কী করবেন এক্ষেত্রে?

3 / 6
ল্যাপটপে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খুব জরুরি। এমন জায়গায় বা এমনভাবে ল্যাপটপ রাখা উচিত, যাতে হাওয়া চলাচল করে।

ল্যাপটপে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খুব জরুরি। এমন জায়গায় বা এমনভাবে ল্যাপটপ রাখা উচিত, যাতে হাওয়া চলাচল করে।

4 / 6
ল্যাপটপে যে সিপিইউ ফ্যান রয়েছে, তাও নিয়মিত পরিষ্কার করা দরকার। অনেক সময়ই ল্যাপটপের ফ্যানে ধুলো জমে, যার কারণে হাওয়া চলাচল করে না।

ল্যাপটপে যে সিপিইউ ফ্যান রয়েছে, তাও নিয়মিত পরিষ্কার করা দরকার। অনেক সময়ই ল্যাপটপের ফ্যানে ধুলো জমে, যার কারণে হাওয়া চলাচল করে না।

5 / 6
আপনার ল্যাপটপের যে আসল চার্জার, সেটি দিয়েই চার্জ দেওয়ার চেষ্টা করুন। অন্য চার্জারে ওয়াটের ফারাক হলে, ল্যাপটপের উপরে প্রভাব পড়ে। যার কারণে গরম হয়ে যেতে পারে ল্যাপটপ।

আপনার ল্যাপটপের যে আসল চার্জার, সেটি দিয়েই চার্জ দেওয়ার চেষ্টা করুন। অন্য চার্জারে ওয়াটের ফারাক হলে, ল্যাপটপের উপরে প্রভাব পড়ে। যার কারণে গরম হয়ে যেতে পারে ল্যাপটপ।

6 / 6
ল্যাপটপে অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। একাধিক উইন্ডোও না খুলে রাখাই শ্রেয়। এতে ল্যাপটপের কর্মক্ষমতায় প্রভাব পড়ে।

ল্যাপটপে অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। একাধিক উইন্ডোও না খুলে রাখাই শ্রেয়। এতে ল্যাপটপের কর্মক্ষমতায় প্রভাব পড়ে।

Next Photo Gallery