নয়া দিল্লি: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, এর মধ্যেই জমা দিতে হবে আয়কর। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে তখন জরিমানা গুনতে হবে। আয়কর জমা দেওয়াকে অনেকেই কষ্টসাধ্য বলে মনে করেন। সাহায্য নিতে হয় দক্ষ বা বিশেষজ্ঞদের। তবে চিন্তার আর কোনও কারণ নেই। এবার বাড়ি বসে মোবাইলের এক ক্লিকেই আপনি আয়কর জমা দিতে পারবেন। আয়কর জমা দেওয়ার এই কাজ সহজ করে দেবে ফোনপে অ্যাপ।
সোমবারই ফিনটেক ফার্ম ফোনপে অ্যাপে ‘ইনকাম ট্যাক্স পেমেন্ট’ ফিচার যোগ করা হয়। এই ফিচারের মাধ্যমে করদাতারা সহজেই নিজেদের কর জমা দিতে পারবেন। এর জন্য় আপনাকে আয়কর বিভাগের পোর্টালে লগ ইন করারও দরকার পড়বে না।প্রতি বছরই যেখানে আয়কর জমা দেওয়ার শেষ মুহূর্তে ওয়েবসাইটে নানা সমস্যা দেখা দেয়। ফোনপে-র এই ফিচারে একদিকে যেমন আয়কর বিভাগের ওয়েবসাইটের উপরে চাপ কমবে, তেমনই আয়কর জমা দেওয়াও সহজ হবে।
জানা গিয়েছে, পেমেট-র সঙ্গে অংশীদারিত্বে এই ফিচার এনেছে ফোনপে। এই অ্যাপ ব্যবহার করে ক্রেডিট কার্ড বা ইউপিআই-র মাধ্যমে ব্যবহারকারীরা আয়কর জমা দিতে পারবেন। যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা হয়, তবে বিভিন্ন রিওয়ার্ডও পাওয়া যাবে। পেমেন্ট করার দুই দিনের মধ্যে আপনি আয়কর পেমেন্টের চালানও পেয়ে যাবেন।
প্রথমেই ফোনপে অ্যাপ ইন্সটল করতে হবে।
এবার ফোনপে অ্যাপের হোমপেজে ইনকাম ট্যাক্স অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনি কী ধরনের কর দিতে চান, কোন অর্থবর্ষের কর দিতে চান, তা সিলেক্ট করুন।
এবার প্যান কার্ড ডিটেইলস দিন।
এরপরে মোট করের অঙ্ক ও কোন মাধ্য়মে পেমেন্ট করবেন, তা সিলেক্ট করুন।
পেমেন্ট হয়ে যাওয়ার দুই দিনের মধ্যে আয়করের পোর্টালে টাকা জমা পড়ে যাবে।