নয়া দিল্লি: অতিরিক্ত অর্থের লেনদেন হলেই আয়কর সম্পর্কে সচেতন থাকতে হয়। না হলেই আসবে আয়কর দফতরের নোটিস। এমনকি, স্বামী-স্ত্রী, বাবা-ছেলের মধ্যে অতিরিক্ত অর্থের লেনদেন হলেও আসতে পারে আইটি নোটিস। কেননা সকলের প্রতিটি লেনদেনের আয়ের উপরই নজরদারি থাকে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নগদ লেনদেনেও কি আয়কর নোটিস আসতে পারে? পরিবারের সদস্যদের মধ্যে কত টাকার নগদ লেনদেন হতে পারে, সেটা জেনে নিন।
কখন আয়কর নোটিশ পাঠায়?
কর বিশেষজ্ঞদের মতে, গৃহস্থালির খরচ বাবদ স্বামী প্রতি মাসে টাকা দিলে বা উপহার হিসেবে টাকা দিলে স্ত্রীর আয়করের দায় থাকবে না। এই উভয় প্রকারের পরিমাণই স্বামীর আয় হিসাবে বিবেচিত হবে। স্ত্রী আয়কর বিভাগ থেকে এই টাকার জন্য কোনও নোটিস পাবে না। কিন্তু, যদি স্ত্রী বারবার এই টাকা বাজারে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় করেন, তাহলে আয়ের উপর কর দিতে হবে। একটি সম্পূর্ণ অর্থবর্ষে মোট বিনিয়োগের উপর যে আয় হবে তার উপর কর দিতে হবে।
আয়করের ধারা 269SS এবং 269T এর অধীনে, ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে।
এসব ক্ষেত্রে অব্যাহতি রয়েছে
বাবা-ছেলে, স্বামী-স্ত্রী এবং কিছু নিকটাত্মীয়ের মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনও জরিমানা নেই। কিন্তু, যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয়, তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের উপর কর দিতে হবে।