ITR File: করদাতাদের জন্য সুখবর, ITR ফাইলের জন্য হাতে পাচ্ছেন অনেকটা সময়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 15, 2023 | 10:26 PM

ITR File: ২০২৩-২৪ অর্থবর্ষে ITR ফাইলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ফলে আয়কর দাতারা অনেকটা সময় পাবেন ITR দাখিল করতে পারবেন।

ITR File: করদাতাদের জন্য সুখবর, ITR ফাইলের জন্য হাতে পাচ্ছেন অনেকটা সময়
প্রতীকী ছবি

Follow Us

২০২৩-২৪ অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিল করার জন্য ITR ফাইলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়কর বিভাগ (Income Tax Department)। ১০ ফেব্রুয়ারি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স এর মাধ্যমে ফর্ম ১৬, ITR-V ও ITR ফর্ম প্রকাশ করেছে।

সংবাদ সংস্থা পিটিআই-র প্রতিবেদন অনুযায়ী, এএমআরজি অ্যান্ড অ্যাসোসিয়েটস সিনিয়র পার্টনার রজত মোহন বলেছেন যে সিবিডিটি মূল্যায়ন বছরের ২০২৩-২৪ এর জন্য আয়কর রিটার্ন ফর্ম জারি করেছে। তিনি বলেন যে এই ফর্মগুলি এই অর্থবর্ষে অনেক তাড়াতাড়ি জারি করা হয়েছে। এর ফলে করদাতারা এই বছরের জন্য তাঁদের আয়কর রিটার্ন তৈরির করার জন্য হাতে অনেকটা সময় পাবেন। গত বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এই ফর্ম প্রকাশ করা হয়েছিল।

মোহন বলেন, আইটিআর ফর্মের সময়মত বিজ্ঞপ্তি প্রকাশের ফলে সমস্ত স্টেকহোল্ডাররা যথেষ্ট সময় পাবেন। তিনি আরও বলেন যে এই বছর সফ্টওয়্যার বিক্রেতারা আরও ভাল উপায়ে আইটিআর ফাইল করতে এক্সেল ইউটিলিটি এবং তৃতীয় পক্ষের সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন।

আইটিআর ফর্মের বিবরণ:

যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম তাদের জন্য ITR-1 ফর্ম। এই আয় বেতন বা পেনশন থেকে হতে পারে। উপার্জন অন্যান্য উৎস থেকেও হতে পারে বা একটি কোনও সম্পত্তি থেকে আয় হতে পারে। এখানে অন্যান্য উৎস বলতে লটারি বা রেসিং থেকে অর্জিত আয়ও অন্তর্ভুক্ত।

ITR-4 ফর্মটি অপেক্ষাকৃত সহজ। ব্যক্তিগত, কোনও ফার্ম এবং হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে যাঁদের ব্যবসা বা অন্য কোনও পেশা মারফত আয় হয় তাঁদের ক্ষেত্রে এই ফর্ম প্রযোজ্য। এক্ষেত্রে আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, ৪৪এডি, ৪৪এডিএ বা ৪৪এই ধারার আওতায় আয়কর হিসাব করা হয়।
আইটিআর ফাইল করার পর করদাতা আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁর আইটিআরের স্টেটাস পরীক্ষা করতে পারেন। তিনি দেখে নিতে পারেন তাঁর আবেদন মঞ্জুর হয়েছে নাকি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

Next Article