Jobs in Europe: বিদেশে চাকরি, ভারতীয়দের সত্যিই চাকরি দিচ্ছে এই ইউরোপীয় দেশটি?
European Jobs: হঠাৎই প্রায় ১০ লক্ষ শ্রমিক নিয়োগ করতে চাইছে ইউরোপের এক দেশ। এমনটাই শোনা গিয়েছে সে দেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধানের গলায়।

শ্রমিক সঙ্কটে পড়েছে এইরোপের এই দেশ। আর তারপরই তারা চাইছে সে দেশের যাতে ভারতীয় শ্রমিকরা গিয়ে কাজ করেন। হ্যাঁ, এমনটাই শোনা গিয়েছে সে দেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধানের গলায়। তিনি জানিয়েছেন শুধু ভারত নয়, তাঁরা শ্রীলঙ্কা ও উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন।
কিন্তু কোন দেশ? কোন দেশে হঠাৎ এমন শ্রমিকের আকাল দেখা দিল? উত্তরটা খুবই সহজ, এবং সকলেরই জানা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রাশিয়ার যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেই যুদ্ধে। আর এর ফলেই সে দেশে দেখে গিয়েছে কর্মী সঙ্কট। আর সেই কারণেই নাকি প্রায় ১০ লক্ষ ভারতীয় কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে রাশিয়া।
উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান আন্দ্রে বেসেদিন এই প্রসঙ্গে বলেন, তিনি জানেন যে ভারত থেকে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে কলকারখানা ও নির্মাণ শিল্পে এই শ্রমিকদের নেওয়া হবে বলেও জানান তিনি। যদিও তাঁর এই দাবি খারিজ করে দিয়েছে রাশিয়ার শ্রম মন্ত্রক। তারা জানিয়েছে এই ধরণের কোনও পরিকল্পনাই করছে না তারা।
