নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) প্রত্যাহার করে নিচ্ছে ২০০০ টাকার নোট (2000 Rs Note)। ইতিমধ্যেই নতুন করে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অন ইন্ডিয়া। সাধারণ মানুষের কাছে বর্তমানে যে ২০০০ টাকার নোট রয়েছে, তাও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে ব্যাঙ্কে জমা দিতে বলা হয়েছে। ২৩ মে থেকেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আপনিও যদি ব্য়াঙ্কে ২০০০ টাকার নোট জমা দিতে বা বদল করতে যান, তবে এই তথ্যগুলি আগে থেকে জেনে নিন, নাহলে আপনাকে নোটিস পাঠাতে পারে।
ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার সময় স্টেটমেন্ট অব ফিন্য়ান্সিয়াল ট্রানজাকশনের নিয়ম মানতে হয়। মোটা অঙ্কের লেনদেনের উপরে নজর রাখতেই আয়কর দফতরের তরফে এই নিয়ম তৈরি করা হয়েছে। প্রত্য়েক অর্থবর্ষে মোট আর্থিক লেনদেনের হিসাব রাখা হয় এই স্টেটমেন্ট অব ফিন্য়ান্সিয়াল ট্রানজাকশনের নথি দিয়েই।
এসটিএফ-র নিয়ম অনুযায়ী, যদি বড় অঙ্কের বা সন্দেহজনক কোনও আর্থিক লেনদেন হয়, তবে ব্য়াঙ্ক কর্তৃপক্ষকে অবশ্য়ই আয়কর বিভাগকে জানাতে হবে। যিনি টাকা জমা রাখছেন, সেই ডিপোজিটারের অ্য়ানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট থেকে এই আর্থিক লেনদেনের তথ্য জানা যায়। এক্ষেত্রে মনে রাখা হয়েছে, সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ টাকা জমা রাখার পরিমাণ ১০ লক্ষ টাকা। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি অর্থবর্ষে সর্বাধিক ৫০ লক্ষ টাকা অবধি ব্যাঙ্কে জমা দেওয়া যেতে পারে।
কীভাবে টাকা জমা দেবেন?
ব্যাঙ্কে গিয়ে প্রথমে আপনাকে ক্যাশ ডিপোজিট স্লিপ পূরণ করতে হবে। যদি আপনি ৫০ হাজার টাকার বেশি জমা দেন, তবে আপনাকে প্যান কার্ডের তথ্য় জমা দিতে হবে। তাই ২০০০ টাকার নোট জমা দিতে গেলে অবশ্যই প্য়ান কার্ড সঙ্গে নিয়ে যান।