অক্টোবর জুড়েই ছিল বিভিন্ন পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট। গোটা অক্টোবরে উৎসবের মরশুমে রাজ্যে বেশ কয়েকদিন বন্ধ ছিল ব্যাঙ্কের দরজা। এদিকে আজ অক্টোবর মাসের শেষ দিন। আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) তরফে নভেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা (Bank Holidays November 2022)। এই কদিন ব্যাঙ্কে গিয়ে কোনও কাজ করতে পারবেন না সাধারণ মানুষ। নভেম্বরে কোনও কাজে ব্যাঙ্কে যাওয়ার আগে এই তালিকায় চোখ বুলিয়ে যেতে ভুলবেন না।
এমনিতে নভেম্বর মাসেও প্রত্যেক রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ভারতের যেকোনও রাজ্যের সব ব্যাঙ্কগুলি। এছাড়াও কিছু বাড়তি ছুটি থাকছে ব্যাঙ্ক কর্মীদের। তবে বিভিন্ন রাজ্যের জন্য কিছু ছুটি ভিন্ন ভিন্ন থাকে। এক নজরে দেখে নিন ব্যাঙ্কের ছুটির তালিকা:
১ নভেম্বর: কান্নাড়া রাজ্যোৎসব/ কুট। বেঙ্গালুরু ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬ নভেম্বর: রবিবার
৮ নভেম্বর: গুরু নানক জয়ন্তী/ কার্ত্তিক পূর্ণিমা/ রাস পূর্ণিমা। এদিন কলকাতায় ব্যাঙ্কের ছুটি থাকবে।
১১ নভেম্বর: কনকদাসা জয়ন্তী / ওয়াঙ্গালা উৎসব। বেঙ্গালুরু ও শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২ নভেম্বর: দ্বিতীয় শনিবার
১৩ নভেম্বর: রবিবার
২০ নভেম্বর: রবিবার
২৩ নভেম্বর: সেং কুতসনেম। শিলংয়ে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
২৬ নভেম্বর: চতুর্থ শনিবার।
২৭ নভেম্বর: রবিবার