টাকা। শব্দটা দুই অক্ষরের হলেও এর মূল্য কতটা তা মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে থাকেন। টাকা ছাড়া জীবন চলাই দায়। টাকা ছাড়া তো এক বোতল জলও মেলা ভার। বর্তমানে যে হারে ডলারের নিরিখে টাকার দাম পড়ছে তাতে মানুষ টাকার মূল্য আরও বেশি করে অনুধাবন করতে পারছেন। মূল্যবৃদ্ধির জেরে বাজারে গেলে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। একটু বাঁচিয়ে না চললেই ভাঁড়ারে টান পড়তে পারে জনসাধারণের।
যখন এরকম টানটান পরিস্থিতি সেই মুহূর্তে টাকা নিয়ে মানুষ অধিক সচেতন। কোনটা জাল নোট, কোনটা নয় সেটা পরখ করে নেওয়ার প্রবণতা অনেকদিন আগেই মানুষের তৈরি হয়েছে। এবার অনেকের মনেই প্রশ্ন জাগে একই সিরিয়াল নম্বরের দুটি বা ততোধিক নোটের উপস্থিতি সম্ভব কি না। অনেকেরই ধারণা দুটি নোটের একই সিরিয়াল নম্বর থাকতে পারে না। যদি দুটি বা তার বেশি ব্যাঙ্ক নোটে একই সিরিয়াল নম্বর থাকে তাহলে অনেকেই মনে করেন সেই ব্যাঙ্ক নোটগুলি হয়ত জাল। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। একই সিরিয়াল নম্বরের দুটি নোট থাকা সম্ভব কি না এই প্রশ্নের উত্তরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, একই সিরিয়াল নম্বরের দুটি নোট থাকা অসম্ভব কিছু নয়। তবে সিরিয়াল নম্বর এক হলেও সেই নোটগুলিকে পৃথকভাবে শনাক্ত করার অন্য বৈশিষ্ট্য রয়েছে।
দুটি একই সিরিয়াল নম্বরের নোটকে শনাক্ত করবেন কীভাবে?