ভারতের নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করানো হবে। আগামী মাসের ১ তারিখ থেকে মহারাষ্ট্রে তা শুরু হবে। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীকান্ত দেশপান্ডে এ বিষয়ে জানিয়েছেন। এই প্রক্রিয়ার জন্য মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে। এই ফাঁকে জেনে নেওয়া যাক কীভাবে আধার ও ভোটার কার্ড লিঙ্ক করা হবে।
ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালের মাধ্যমে আধার ও ভোটার কার্ড লিঙ্কের পদ্ধতি :
প্রসঙ্গত, ভোটার আইডি কার্ড ও আধার কার্ডের সংযুক্তকরণ ঐচ্ছিক। চাইলে ভোটাররা এই প্রক্রিয়া থেকে বিরত থাকতে পারতেন। এদিকে মহারাষ্ট্রে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন যে, আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযুক্তিকরণ না হলেও ভোটার তালিকা থেকে কেউ বাদ পড়বেন না।