EPF Account Transfer : চাকরি পরিবর্তন করেছেন, EPF অ্যাকাউন্ট ‘ট্রান্সফার’ করতে ভুলবেন না, জানুন কীভাবে করবেন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 10, 2022 | 8:50 AM

EPF Account Transfer : চাকুরিজীবীদের সংস্থা বদলের সময় ইপিএফ অ্যাকাউন্টের ট্রান্সফারের প্রয়োজন হয়। কীভাবে অনলাইনে তা করা যায় তা বিশদে দেওয়া হল।

EPF Account Transfer : চাকরি পরিবর্তন করেছেন, EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করতে ভুলবেন না, জানুন কীভাবে করবেন
ফাইল ছবি

Follow Us

চাকুরিজীবী হলে সংস্থা পরিবর্তনের সময় ইপিএফ অ্যাকাউন্ট নিয়ে ধন্দে পড়তে হয় অনেক সময়ই। অনেকে বুঝতে পারেন না পুরোনো সংস্থার ইপিএফ রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত। অনেকেই সংস্থা বদলের সঙ্গে সঙ্গে ইপিএফ থেকে টাকা তুলে নেন। তবে বিশেষজ্ঞরা তা না করারই পরামর্শ দিচ্ছেন। এতে নিজরেই ক্ষতি। কারণ ইপিএফ এ টাকা রাখা নিরাপদ। অন্যান্য সঞ্চয়ের অ্যাকাউন্টের তুলনায় পরিমাণে এক্ষেত্রে সুদ বেশি পাওয়া যায়। শেষ বয়সে ইপিএফ-র টাকাই সম্বল থাকে। তাই ইপিএফের টাকা না তুলে তা নতুন সংস্থায় ট্রান্সফার বা স্থানান্তর করিয়ে নেওয়াই শ্রেয়। তাই ইপিএফ নিয়ে চিন্তার অত কারণ নেই। ইপিএফও সদস্যরা অনলাইনেই তাঁদের ইপিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারেন। এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার সময় এই অ্যাকাউন্ট স্থানান্তরের প্রয়োজন হয়। ইপিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করতে এই সামান্য ধাপগুলি অনুসরণ করতে হবে –

  • ইপিএফ সদস্যদের ‘ইউনিফায়েড মেম্বার পোর্টাল’ ( ‘Unifed Member Portal’)-এ যেতে হবে এবং ইউএএন (UAN) এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে
  •  ইপিএফ সদস্যদের ‘অনলাইন সার্ভিসেস’-এ যেতে হবে এবং ‘এক সদস্য – এক ইপিএফ অ্যাকাউন্ট (স্থানান্তরের অনুরোধ)’ এ ক্লিক করতে হবে।
  •  বর্তমান কর্মসংস্থানের জন্য ইপিএফ সদস্যদের ‘ব্যক্তিগত তথ্য’ এবং ‘পিএফ অ্যাকাউন্ট’ যাচাই করতে হবে।
  • আপনাকে ‘বিশদ বিবরণ পান’-এ ক্লিক করতে হবে, সেখানে পূর্ববর্তী কর্মসংস্থানের পিএফ অ্যাকাউন্টের বিবরণ দেখানো হবে।
  • অ্যাটেস্টিং ফর্মের জন্য আপনার পূর্ববর্তী নিয়োগকর্তা বা বর্তমান নিয়োগকর্তাকে বেছে নিন।
  • ইউএএন নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পেতে ‘ওটিপি পান’-এ ক্লিক করুন। ‘ওটিপি’ লিখুন এবং ‘জমা দিন’ এ ক্লিক করুন।
Next Article