Post Office Schemes: লোভনীয় সুদের হার! FD নয়, এই পাঁচ যোজনায় আপনি হবেন লাভবান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 10, 2022 | 9:00 AM

Post Office Schemes: ফিক্সড ডিপোজিটে সুদের হার কম বলে অনেকেই আক্ষেপ করে থাকেন। কিন্তু পোস্ট অফিসের যোজনাগুলি সম্পর্কে অবগত নন অনেকেই।

Post Office Schemes: লোভনীয় সুদের হার! FD নয়, এই পাঁচ যোজনায় আপনি হবেন লাভবান
পোস্ট অফিসে রয়েছে একাধিক যোজনা

Follow Us

রোজগার কম হোক বা বেশি, প্রত্যেকেরই সঞ্চয়ের ক্ষেত্রে জোর দেওয়া উচিত। অসময়ে যে টাকাটা কাজে লাগতে পারে, সেটা শুরু থেকেই জমানো প্রয়োজন। কোথায় টাকা জমালে বেশি টাকা ফেরত পাওয়া যাবে, সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস সর্বত্রই টাকা জমানোর সুযোগ আছে। তবে কোনটাতে বেশি লাভ, সেটা বুঝে নেওয়া দরকার সবার আগে। অনেকেই বেশি সুদে টাকা ফেরত পেতে ফিক্সড ডিপোজিট করার পথ বেছে নেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কের থেকে বেশি উপকৃত হবেন পোস্ট অফিসের স্কিমে।

বেশির ভাগ ব্যাঙ্কের টাকা ফেরত পাওয়া যায় মাত্র ৫ থেকে ৬ শতাংশ সুদে। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে সেই সুদের হার হয়ে থাকে ৫.৫ শতাংশ থেকে ৭.৬ শতাংশ। শুধু যে বেশি সুদের হারে টাকা পাওয়া যায়, তাই নয়, বেশির ভাগ স্কিমে ছাড় রয়েছে ট্যাক্সে। জেনে নিন পোস্ট অফিসের এমন পাঁচটি স্কিম, যেখানে অনেক বেশি লাভ পাওয়া যাবে।

১. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- এ বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক। ১৫ বছরে এই স্কিমে বিনিয়োগ করতে হয়। পাঁচ বছর পর চাইলে বিনিয়োগ বন্ধ করে দেওয়া যায়। এ ছাড়া বিনিয়োগের চতুর্থ বছর থেকে ঋণ নেওয়া যায়। সাত বছর পর কিছুটা টাকা তুলে নেওয়া যায়। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বাধিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। পিপিএফে সুদের হার ৭.১ শতাংশ। এই স্কিম করলে কর ছাড় পাওয়া যায়।

২. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)

একবার বিনিয়োগ করে পাঁচ বছর পর নির্দিষ্ট টাকা ফেরত পাওয়া যায় এই স্কিমে। এই স্কিমে সুদের হার ৬.৮ শাতংশ, যেখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ। এ ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট পরিমান টাকা বিনিয়োগ করতে হয়, আর তার ওপর সুদ যোগ হয়ে পাঁচ বছর পর টাকা ফেরত পাওয়া যায়।

৩. সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)

সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত কন্যাসন্তানদের জন্য করা হয়ে থাকে। ২১ বছরের একটি স্কিম এটি। ১০ বছরের কম বয়সী কন্যাসন্তানের জন্য এটি করা যায়। পাঁচ বছর পর এটি বন্ধ করা সম্ভব, যদি কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়। এ ছাড়া মেয়ের ১৮ বছর বয়স হলে, ওই বছর পর্যন্ত অ্যাকাউন্টে যে টাকা জমা হবে, তার ৫০ শতাংশ তুলে নেওয়া সম্ভব। এই স্কিমে টাকা ফেরত পাওয়া যায় ৭.৬ শতাংশ সুদে। এতেও কর ছাড়ের সুযোগ রয়েছে।

৪. টাইম ডিপোজিট (TD)

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো একটি স্কিম হল এই টিডি। ১, ২, ৩ বা ৫ বছরের জন্য এই স্কিম করা যায়। তবে কর ছাড় পাওয়া যায় শুধুমাত্র ৫ বছরের স্কিমে। এ ক্ষেত্রে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। তবে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে তবেই কর ছাড় পাওয়া যায়। বর্তমানে পাঁচ বছরের স্কিমে সুদের হার ৬.৭ শতাংশ।

৫. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)

এটিও পাঁচ বছরের একটি স্কিম। ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্যই মূলত এই স্কিমে বিনিয়োগের সুযোগ রয়েছে। একজন ব্যক্তি একাধিক SCSS অ্য়াকাউন্ট খুলতে পারে, কিন্তু ১৫ লক্ষ টাকার বেশী জমা রাখা যায় না। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ।

Next Article