Railway Ticket: একটা রেলের টিকিট এত কাজে লাগে জানতেন! এই টিকিট দেখিয়ে আর কী সুবিধা পাওয়া যায়

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 14, 2024 | 6:28 PM

Railway ticket: আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট বুক করে থাকেন এবং এই ট্রেনটি ২ ঘণ্টার বেশি দেরি করে, তাহলে IRCTC-র ক্যান্টিন থেকে আপনাকে বিনামূল্যে খাবারও দেওয়া হবে ওই টিকিট থাকলে। আরও অনেকভাবে ব্যবহার করা যায়।

Railway Ticket: একটা রেলের টিকিট এত কাজে লাগে জানতেন! এই টিকিট দেখিয়ে আর কী সুবিধা পাওয়া যায়
ফাইল চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: ট্রেনে যাত্রা করতে গেলে টিকিট তো কাটতেই হয়। তবে বেশিরভাগ মানুষই জানেন না যে ট্রেনের টিকিট শুধুমাত্র রেল যাত্রার জন্যই কাজে লাগে, তা নয়। এই টিকিটের মাধ্যমে আপনি অনেক সুবিধা পেতে পারেন। খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা, অনেক কিছুই পেতে পারেন যাত্রীরা।

আপনার যদি নিশ্চিত ট্রেনের টিকিট থাকে এবং আপনার হোটেলের প্রয়োজন হয়, তাহলে আপনি IRCTC-র ডরমিটরি ব্যবহার করতে পারেন। সেখানে খুব সস্তায়, ১৫০ টাকাতেও রাত কাটানোর জন্য একটি বিছানা পেতে পারেন। এটি শুধুমাত্র ২৪ ঘন্টার জন্য বৈধ থাকবে। এই টিকিট দেখিয়ে সেই সুবিধা পাওয়া যায়।

ট্রেনে উঠে বালিশ, বিছানার চাদর এবং কম্বল পাওয়ার জন্য এই টিকিট দেখাতে হয়। এর জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

ট্রেনে ভ্রমণ করার সময় আপনি যদি অসুস্থ বোধ করেন বা আপনার চিকিৎসার প্রয়োজন হয়, তাহলেও এই টিকিট কাজে লাগবে। আরপিএফ জওয়ানকে প্রথমে জানাতে হবে। চাইলে ১৩৯ নম্বরে ফোনও করতে পারেন। এরপরই প্রাথমিক চিকিৎসার সুবিধা পাবেন। ট্রেনে আপনার প্রয়োজনীয় সুবিধা না থাকলে পরবর্তী স্টেশনে তার ব্যবস্থা করা হবে।

আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট বুক করে থাকেন এবং এই ট্রেনটি ২ ঘণ্টার বেশি দেরি করে, তাহলে IRCTC-র ক্যান্টিন থেকে আপনাকে বিনামূল্যে খাবারও দেওয়া হবে ওই টিকিট থাকলে।

সব রেল স্টেশনে লকার রুম এবং ক্লোক রুমের সুবিধা রয়েছে। লকার রুম এবং ক্লোক রুমে প্রায় ১ মাস রাখতে পারেন আপনার জিনিস। যাই হোক, এর জন্য আপনাকে প্রতি ২৪ ঘন্টায় ৫০ থেকে ১০০ টাকা ফি দিতে হবে। এর জন্যও আপনার ট্রেনের টিকিট থাকতে হবে। এছাড়া নন-এসি বা এসি ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্যও টিকিট রাখতে হবে কাছে।

Next Article