২০২১ সালের ইউরো চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে কোকাকোলার (Coca Cola) দুটো বোতল সরিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হুহু করে নেমে যায় কোকাকোলার শেয়ার দর। সংস্থার লোকসানের নেপথ্যে রোনাল্ডোকেই কারণ হিসেবে দেখা হয়। তবে সত্যি কি রোনাল্ডোর বোতল সরানোর কারণে শেয়ারের দাম কমেছিল কোকাকোলার? নাকি পুরোটাই ছিল কাকতালীয়?
উল্লেখ্য, ২০২১ সালে পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে বসে তাঁর সামনে থাকা দুটি কোকের বোতল সরিয়ে দিয়েছিলেন। বদলে জলের বোতল রেখেছিলেন রোনাল্ডো। স্বাস্থ্য সচেতন রোনাল্ডোর সেই বোতল সরানোর ঘটনার পরই নাকি কোকাকোলার শেয়ার প্রতি দর ৫৬.১৬ ডলার থেকে নেমে ৫৫.২৬ ডলার হয়ে যায়। এর জেরে কোকাকোলার বাজারমূল্য হ্রাস পেয়েছিল ৪ বিলিয়ন ডলার।
রোনাল্ডোর বোতল সরানোর ঘটনার আগে ২০২১ সালের ১১ জুন, শুক্রবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ‘ক্লোজিং বেলে’ কোকাকোলার শেয়ার প্রতি দর ছিল ৫৬.১৬ ডলার। বাজারে কোকাকোলার মোট ৪.৩ বিলিয়ন শেয়ার ছিল। অর্থাৎ, কোকাকোলার মোট বাজার মূল্য ছিল ২৪২ বিলিয়ন ডলার। এরপর ১৪ জুন, সোমবার বাজার খুলতেই কোকাকোলার শেয়ারের দাম পড়তে থাকে। বাজারে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই কোকাকোলার শেয়ার দর কমে ৫৫.২৬ ডলার হয়। অর্থাৎ, ১০ মিনিটে সংস্থার শেয়ার দরের পতন ঘটে ১.৬ শতাংশ। তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিট। এর জেরে কোকের বাজার মূল্য ৪ বিলিয়ন ডলার হ্রাস পায়।
ফোর্বসের এক রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো নিউ ইয়র্কের সময়ে ৯টা ৪৩ মিনিটে কোকের বোতল সরিয়েছিলেন। তাই তাঁর বোতল সরানোর জন্য কোকাকোলার শেয়ারদরের পতন ঘটেনি। উল্লেখ্য, সেদিনই কোকাকোলা নিজের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছিল। এবং সাধারণত ডিভিডেন্ড প্রদানের পর শেয়ারের দামে সমপরিমাণ পতন লক্ষ্য করা যায়। সেদিনও সেটাই ঘটেছিল। এবং রোনাল্ডোর বোতল সরানোর ঘটনা পুরোপুরি কাকতালীয় ছিল। প্রসঙ্গত, সেদিনই বাজারের লেনদেন শেষ হতে হতে কোকাকোলার শেয়ারেরর দর ০.৩০ ডলার বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ, সংস্থার মূল্য ১.৩ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছিল পতনের পরে। তাই রোনাল্ডোর সেই বোল সরানোর ঘটনার কারণে কোকাকোলা কোনওভাবেই লোকসানের মুখে পড়েনি।