প্রতীকী চিত্র
বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হল আধার কার্ড। স্কুলে সন্তানদের ভর্তি করা হোক বা ব্য়াঙ্কের কোনও কাজ, সব ক্ষেত্রেই অপরিহার্য আধার কার্ড। আর সরকারি দফতরে তো আধার কার্ড ছাড়া যেন একটি পৃষ্ঠাও উল্টোয় না। তাই এত গুরুত্বপূর্ণ নথি সকলের কাছে থাকা বাঞ্ছনীয়। এবার বর্তমানে ডিজিটাল যুগে আধার কার্ডের জন্য আধার পরিষেবা কেন্দ্রে লাইন দিতে হয় না। আধার সংক্রান্ত যাবতীয় তথ্য বা কাজ অনলাইনেই করে নেওয়া যায়।
আপনার বাড়ির সবচেয়ে ছোটো সদস্যের জন্য আধার কার্ড করতে হয় তাহলে তাকে আধার কেন্দ্রে নিয়ে যেতে হবে না। ঘরে বসেই সেই ছোটো সদস্যের আধার কার্ড বানিয়ে ফেলতে পারেন। কীভাবে করবেন আবেদন জেনে নিন বিস্তারিত।
- প্রথমে গুগলে যেতে হবে। সেখানে লিখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank)। সেখানে লিঙ্কে ক্লিক করতে হবে।
- তারপর একটি উইন্ডো খুলবে। সেখানে পরিষেবার অনুরোধ বা সার্ভিস রিকোয়েস্ট অপশনে যান। সেখানে IPPB নির্বাচন করতে হবে।
- সেখানে একাধিক পরিষেবার অপশন থাকবে। সেই তালিকা থেকে চাইল্ড আধার এনরোলমেন্ট অপশনটি নির্বাচন করতে হবে।
- তারপর নীচে একটি আবেদনপত্র আসবে। সেই আবেদনপত্রের সবকটি ক্ষেত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণের সময় লক্ষ্য রাখবেন ঠিকানা ও ফোন নম্বর যেন কোনওভাবে ভুল না হয়। আবেদনপত্র পূরণ হয়ে গেলে সাবমিট করে দিন।
- আর ১ সপ্তাহের মধ্যেই আপনার কাছে ফোন চলে আসবে। আর ঘরে বসেই আপনি পেয়ে যাবে আধার কার্ড। ঘরে বসে আধার কার্ড পাওয়ার জন্য সরকার এই ‘ডোর টু ডোর আধার’ অভিযান শুরু করেছে।