Budgeting For Income-Expenditure Record : আয়-ব্যয়ের হিসেবে গরমিল? আপনার জীবনে বাজেট থাকা কতটা জরুরি জেনে নিন

Budgeting For Income-Expenditure Record : জীবনে আয়-ব্যয়ের হিসেব রাখা জরুরি। এই হিসেব রাখতে গুরুত্বপূর্ণ বাজেট তৈরি করা।

Budgeting For Income-Expenditure Record : আয়-ব্যয়ের হিসেবে গরমিল? আপনার জীবনে বাজেট থাকা কতটা জরুরি জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 8:40 PM

অনেকেই জীবনে ভুলভাল কিছু খরচ করে ফেলেন। অনেক সময় ব্যয়ের অঙ্ক আয়কেও ছাপিয়ে যায়। অর্থাৎ, ধারে চলেন সেই ব্যক্তি বা মহিলা। তবে করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সঞ্চয় করা কতটা জরুরি। তাই আয়-ব্য়য়ের মধ্যে হিসেব থাকার জন্য প্রত্যেকের জীবনে জরুরি হল বাজেট করা।

বাজেট করা কেন প্রয়োজন :

  1. বাজেট তৈরি করলে অনেক অপ্রয়োজনীয় খরচ বেঁচে যায়।
  2. বাজেট একটি দূরদর্শী ও ইতিবাচন আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য় করে।
  3. জরুরি অবস্থার জন্যও প্রস্তুত করে বাজেট।
  4. আয়-ব্যয়ের হিসেব প্রতিদিন করার ফলে ঋণের ফাঁদ থেকে দূরে থাকতেও সাহায্য় করে বাজেট।
  5. ভবিষ্য়তের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করে বাজেট।
  6. অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এর ফলে অনেকেরই ঋণের বোঝা বেড়ে যায়। ক্রেডিট কার্ড ব্যবহারের সময় অনেকেই খরচের হিসেব রাখেন না। বাজেট করলে ক্রেডিট কার্ডের ব্যয়ের উপরও নজরদারি রাখা সম্ভব হয়।
  7. বাজেট করলে সবথেকে বেশি সুবিধা পাওয়া যায় অবসরের সময়। মাসিক বাজেটের কিছু অংশ যদি বিনিয়োগ করেন তাহলে আপনি স্বচ্ছন্দ্যে অবসর সময় কাটাতে পারবেন। আপৎকালীন তহবিল আপনাকে কঠিন সময়ে পর্যাপ্ত তহবিলের জোগান দেবে।
  8. অতিরিক্ত খরচ সম্বন্ধে সজাগ করে বাজেট।
  9. ব্যয় ও সঞ্চয়কে বিশ্লেষণ করা সহজ হয় বাজেটের মাধ্যমে।
  10. বাজেট করলে ভবিষ্যতে গাড়ি, বাড়ি কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও হাতে তোলা থাকে।
  11. কীভাবে তৈরি করবেন বাজেট?
  12. প্রত্যেক মাস শুরু হওয়ার আগেই একটি বাজেট তৈরি করুন।
  13. প্রয়োজন অনুযায়ী বাজেট পরিবর্তন করা যেতে পারে।