KYC-র নিয়ম বদলাতেই বন্ধের মুখে আপনার Mutual Fund? মাথায় রাখুন এই বিষয়

ঈপ্সা চ্যাটার্জী |

May 12, 2024 | 11:30 AM

Mutual Fund KYC: নতুন অর্থবর্ষে, অর্থাৎ ২০২৪ সালের ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডের জন্য নতুন কেওয়াইসি-র নিয়ম কার্যকর হয়েছে। কেওয়াইসি স্ট্যাটাস তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল- ভ্যালিডেটেড, ভেরিফায়েড ও অন হোল্ড। এর অর্থ কী?

KYC-র নিয়ম বদলাতেই বন্ধের মুখে আপনার Mutual Fund? মাথায় রাখুন এই বিষয়
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: প্রায় দেড় কোটি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মুখে। তোলা যাচ্ছে না টাকা। নতুন করে জমাও করা যাচ্ছে না টাকা। চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কিন্তু কেন হঠাৎ একসঙ্গে এত অ্যাকাউন্ট ‘অচল’হয়ে গেল? এর পিছনে রয়েছে কেওয়াইসির সমস্যা। যে অ্যাকাউন্টগুলির লেনদেন আটকে গিয়েছে, তাতে সঠিকভাবে কেওয়াইসি করা নেই। সেই কারণেই অ্যাকাউন্টগুলিকে অন হোল্ড স্টেটাসে রাখা হয়েছে।

নতুন অর্থবর্ষে, অর্থাৎ ২০২৪ সালের ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডের জন্য নতুন কেওয়াইসি-র নিয়ম কার্যকর হয়েছে। কেওয়াইসি স্ট্যাটাস তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হল- ভ্যালিডেটেড, ভেরিফায়েড ও অন হোল্ড। এর অর্থ কী?

ভ্যালিডেটেড কেওয়াইসি-

যদি কারোর কেওয়াইসি স্ট্যাটাস ভ্যালিডেটেড থাকে, তবে তার মিউচুয়াল ফান্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তারা বিনা সমস্যায় লেনদেন করতে পারবেন। সেখানেই যাদের কেওয়াইসি স্ট্যাটাস ভেরিফায়েড ও অন হোল্ড, তাদের আবার নতুন করে কেওয়াইসি করাতে হবে।

ভেরিফায়েড কেওয়াইসি-

যাদের কেওয়াইসি ভেরিফায়েড স্ট্যাটাসে রয়েছে, তাদের বর্তমান বিনিয়োগে কোনও প্রভাব পড়বে না। কেবল নতুন বিনিয়োগ করার সময় আবার আধার ও প্যান কার্ডের নথি জমা করতে হবে।

অন হোল্ড কেওয়াইসি-

মূল সমস্যা যাদের কেওয়াইসি অন হোল্ড স্ট্যাটাসে রয়েছে। তাদের নতুন করে কেওয়াইসি না হওয়া অবধি পুরনো বা বিদ্যমান মিউচুয়াল ফান্ডের টাকা তোলা বা জমা করতে পারবেন না।

কীভাবে কেওয়াইসি করাবেন?

সরাসরি মিউচুয়াল ফান্ড সংস্থা বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে কেওয়াইসি নথি জমা করে আপডেট করাতে হবে। এছাড়া নিকটবর্তী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আধার-প্যানের তথ্য় জমা করেও আপনি কেওয়াইসি আপডেট করতে পারেন।

Next Article