Rapido বা Uber Moto-তে নেওয়া যাবে না বড় ব্যাগ, এবার নয়া নির্দেশিকা জারি নবান্নের!
Nabanna: লাগেজ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। যাত্রীদের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রুখতেই এই বিধিনিষেধ জারি করল নবান্ন।

ইচ্ছা মতো বড় ব্যাগ নিয়ে এবার থেকে আর চড়া যাবে না বাইক ট্যাক্সিতে। এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। যাত্রীদের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রুখতেই এই বিধিনিষেধ জারি করল নবান্ন। এ ছাড়াও নির্দিষ্ট করে দেওয়া হল লাগেজের ওজনও।
পরিবহন দফতর বলছে যাত্রীস্বার্থেই এই পদক্ষেপ করেছে তারা। আর নয় নিয়ম অনুযায়ী যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ নিতে পারবে। শুধু তাই নয়, পরিবহন দফতর জানিয়েছে এই ব্যাগের দৈর্ঘ্য সর্বোচ্চ হতে পারে ৩৬ সেন্টিমিটার। আর যাত্রী যদি এই ব্যাগকে সিটের দু’দিকে ঝুলিয়ে নেয়, তাহলে দু’দিকে ১৫ সেন্টিমিটার বেশি এই ব্যাগ ঝুলে থাকবে না।
এ ছাড়াও সমস্ত বাইক ট্যাক্সিকে এবার থেকে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নিয়ম ভাঙলে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা। শুধুমাত্র কলকাতা নয়, সংলগ্ন জেলাগুলোর জন্যও এই নির্দেশিকা জারি হয়েছে।
