লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) হল দেশের অন্যতম ভরসাযোগ্য বিমা সংস্থা। এই সংস্থা গ্রাহকদের জন্য আকর্ষণীয় পলিসি অফার করে থাকে। সম্প্রতি LIC তাদের নতুন জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti Policy) আপডেট করেছে। এখনও এই পলিসি উচ্চ হারে অ্যানুইটি রেট দিয়ে থাকবে। যেসব সাধারণ মানুষ জীবনে চাকরি বা নিজের ব্যবসা থেকে তাড়াতাড়ি অবসর নিতে চান। কিন্তু পাশাপাশি একটি নির্দিষ্ট মাসিক আয় ঘরে আনতে চান তাঁদের জন্য উপযুক্ত LIC-র এই পলিসি। এই পলিসিতে সাবস্ক্রাইব করতে আপনাকে প্রাথমিক একটা টাকা দিয়ে এই স্কিম কিনতে হবে। তারপর অপেক্ষা করতে হবে।
এই প্ল্যান কেনার ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া নেই। তাই যত বেশি টাকা দিয়ে এই প্ল্যান কিনবেন তত বেশি অ্যানুইটি পাবেন সাবস্ক্রাইবাররা। এখন আপনাদের একটি কাল্পনিক হিসেব দেওয়া যাক। মাসিক ১ লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা পেনশন পাওয়ার জন্য আপনাকে কত টাকা দিতে হবে জেনে নিন-